leadT1ad

অন্যের এনআইডি বহন বা হস্তান্তর শাস্তিযোগ্য অপরাধ: ইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৭: ০৩
বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, নির্বাচনী প্রচারণার আড়ালে কিছু ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহ করছেন, যা কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী, অন্যের এনআইডি বহন বা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ।

ইসি আরও জানায়, সংসদ নির্বাচনের আচরণবিধিমালা-২০২৫ এর বিধি-৪ অনুযায়ী, কোনো দল বা প্রার্থী ভোটারদের কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার দিতে পারবেন না। এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কমিশন সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটের প্রচারের আড়ালে এনআইডি সংগ্রহের অভিযোগ এনেছিল বিএনপি। ওই অভিযোগের পরপরই ইসির পক্ষ থেকে এই বার্তা এল।

সংশোধিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চলবে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত