leadT1ad

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জটলা পাকিয়ে ‘হুমকি’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৪: ২৮
বাংলাদেশ হাউস। সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউস’-এর বাইরে একদল লোক জড়ো হয়ে ‘হুমকি’ দিয়েছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশ ভবনের প্রধান ফটকের সামনে এসে স্লোগান দিতে থাকেন।

হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা বাংলা ও হিন্দির মিশ্রণে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘হিন্দুদের রক্ষা করতে হবে’ এবং ‘বাংলাদেশে যদি ভারতীয় হাইকমিশনে আঘাত করা হয়, এখানে একই কাজ করা হবে’। প্রথমে তারা ফটকের বাইরে থেকে স্লোগান দেন। পরে মূল প্রবেশদ্বারের কাছাকাছি গিয়ে কিছুক্ষণ মৌখিক উত্তেজনা সৃষ্টি করেন। এরপর তারা এলাকা ত্যাগ করেন।

বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় কোনো শারীরিক হামলা হয়নি এবং ভবনের দিকে কোনো কিছু নিক্ষেপ করা হয়নি। পরিস্থিতি মৌখিক আগ্রাসনের বাইরে আর বাড়েনি। সবকিছু স্বাভাবিক আছে এবং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

এদিকে বাংলাদেশ হাই-কমিশনের প্রেস মিনিস্টার ফয়সল মাহমুদ গণমাধ্যমে জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে আগেই হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়। দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের প্রায় ৪০ জন সদস্য মিশনের নিরাপত্তার দায়িত্বে ছিল। তাদের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে চলে যায়।

এর আগে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিবেশী দেশের সঙ্গে যে টানাপোড়েন চলছে, সেটিকে ‘বাস্তবতা’ হিসেবে মেনে নেওয়াই ভালো।

তিনি বলেন, আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই। তবে আমরা চাইলেই সেটা হবে, এমন কোনো কথা নেই।

উপদেষ্টা বলেন, ‘আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি। সেখানে আমরা যা বলেছি, সবকিছু তারা গ্রহণ করেনি; তাদের কিছু দ্বিমত আছে। একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এমনটা সাধারণত ঘটে।’

কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশ নতুন একটি ধাপে পৌঁছেছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা বলা কঠিন—নতুন একটি ধাপ শুরু হয়েছে কি না। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে, সরকারের শুরু থেকে আজ পর্যন্ত টানাপোড়েন আছে।’

তিনি যোগ করেন, ‘ভারতের সঙ্গে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে এসেছি—আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই। আমরা চাইলেই সেটা হবে, এমন কোনো কথা নেই।’

দুপক্ষ থেকেই সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা মনে করি, আমরা দুপক্ষ মিলেই হয়তো অতটা এগোতে পারিনি, টানাপোড়েনটা রয়েই গেছে। ইদানীং কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে।’

তিনি বলেন, ‘ভারতে বসে শেখ হাসিনা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন। সাম্প্রতিক সময়ে দেখলাম, মূলধারার সংবাদমাধ্যমেও তাঁর বক্তব্য এসেছে। সেই বক্তব্যের মধ্যে প্রচুর উসকানি রয়েছে, যা আমরা দেখেছি।’

তিনি আরও বলেন, ‘আদালতের মাধ্যমে শেখ হাসিনা সাজা পেয়েছেন। আমাদের পাশের দেশে বসে তিনি এখানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন—এতে আমরা আপত্তি করব কিংবা তাঁকে ফেরত পাঠাতে সহায়তা চাইব, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তারা (ভারত) সেদিকে যায়নি।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভারত নসিহত দিচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘সর্বশেষ বক্তব্যে তারা আমাদের নসিহত করেছেন। সেই নসিহতের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশে নির্বাচন কেমন হবে—সেটা নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না। প্রথম দিন থেকেই আমরা স্পষ্টভাবে বলে আসছি, মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যা গত ১৫ বছর ছিল না। আমরা জানি, আমরা কী করব।’

তিনি বলেন, ‘এখন ভারত যে উপদেশ দিচ্ছে, সেটিকে আমরা অগ্রহণযোগ্য বলে মনে করি এই কারণে যে, গত ১৫ বছর যে সরকার ছিল, তাদের সঙ্গে ভারতের মধুর সম্পর্ক ছিল। তখনকার নির্বাচনগুলো প্রহসনমূলক হলেও তারা একটি শব্দও উচ্চারণ করেনি।’

Ad 300x250

সম্পর্কিত