স্ট্রিম প্রতিবেদক

এবার মৌচাকের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্স নামে এক দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। ফরচুন শপিং মলে বোরকা পরে চোর ঢুকেছিল বলে পুলিশ ও মার্কেটের দায়িত্বপালনকারী নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের ভাষ্য, শপিং মলের পেছন দিক থেকে চোর ঢুকে। বোরকা পরিহিত একাধিক ব্যক্তির তালা কাটার দৃশ্য দেখা গেছে শপিং মলটির সিসিটিভি ফুটেজ। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী লিলি গোল্ড হাউজের ১২৫ ভরি সোনা লুট হয়েছিল।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার দোকানে সবমিলে প্রায় ৫০০ ভরি সোনা ছিল। ১০০ ভরি বন্ধকি সোনা ছিল। কিছু নগদ টাকাও ছিল।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে চলে যাই। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, আমার দোকানে সমস্যা হয়েছে। গিয়ে দেখি সব শেষ।’
এই ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আজ দুপুর পৌনে ২টার দিকে স্ট্রিমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তির সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘বোরকা পরে দুই চোর শপিং মলে কিভাবে ঢুকল সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শপিং মলের নিরাপত্তাকর্মীদের বক্তব্য হচ্ছে, ভোরবেলায় মার্কেট বন্ধ থাকে। আর তারা নিরাপত্তার দায়িত্বে থাকেন সামনের দিকে। আর চোর ঢুকেছে পেছন দিক থেকে। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।’
চুরি হওয়া সোনার পরিমাণ প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, ‘উনি সকালে একবার বলেছিলেন ৪০০ ভরি। এখন বলছেন ৫০০ ভরি চুরি হয়েছে।’
মামলা দায়ের প্রক্রিয়া চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘তদন্তে সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গত ৫ অক্টোবর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লিলি গোল্ড হাউজের দেয়াল কেটে ১২৫ ভরি সোনা ও নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট হয়। চোর চক্র থ্রি পিস ব্যবসায়ী সেজে পাশের দোকান ভাড়া নেয়। পরে সোনার দোকানের দেয়াল কেটে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ।
এই ঘটনায় ঘটনার পরদিন দোকান মালিক জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান স্ট্রিমের কাছে বলেছিলেন, ‘চুরির সঙ্গে জড়িত সন্দেহে পাশের দোকান ভাড়া নেওয়া নিখোঁজ তিন থ্রি পিস ব্যববসায়ীকে খুঁজছেন।’

এবার মৌচাকের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্স নামে এক দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। ফরচুন শপিং মলে বোরকা পরে চোর ঢুকেছিল বলে পুলিশ ও মার্কেটের দায়িত্বপালনকারী নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তাদের ভাষ্য, শপিং মলের পেছন দিক থেকে চোর ঢুকে। বোরকা পরিহিত একাধিক ব্যক্তির তালা কাটার দৃশ্য দেখা গেছে শপিং মলটির সিসিটিভি ফুটেজ। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী লিলি গোল্ড হাউজের ১২৫ ভরি সোনা লুট হয়েছিল।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার দোকানে সবমিলে প্রায় ৫০০ ভরি সোনা ছিল। ১০০ ভরি বন্ধকি সোনা ছিল। কিছু নগদ টাকাও ছিল।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে চলে যাই। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, আমার দোকানে সমস্যা হয়েছে। গিয়ে দেখি সব শেষ।’
এই ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম আজ দুপুর পৌনে ২টার দিকে স্ট্রিমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেট কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তির সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘বোরকা পরে দুই চোর শপিং মলে কিভাবে ঢুকল সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শপিং মলের নিরাপত্তাকর্মীদের বক্তব্য হচ্ছে, ভোরবেলায় মার্কেট বন্ধ থাকে। আর তারা নিরাপত্তার দায়িত্বে থাকেন সামনের দিকে। আর চোর ঢুকেছে পেছন দিক থেকে। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।’
চুরি হওয়া সোনার পরিমাণ প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, ‘উনি সকালে একবার বলেছিলেন ৪০০ ভরি। এখন বলছেন ৫০০ ভরি চুরি হয়েছে।’
মামলা দায়ের প্রক্রিয়া চলছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘তদন্তে সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গত ৫ অক্টোবর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত লিলি গোল্ড হাউজের দেয়াল কেটে ১২৫ ভরি সোনা ও নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট হয়। চোর চক্র থ্রি পিস ব্যবসায়ী সেজে পাশের দোকান ভাড়া নেয়। পরে সোনার দোকানের দেয়াল কেটে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ।
এই ঘটনায় ঘটনার পরদিন দোকান মালিক জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় মামলা করেন। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান স্ট্রিমের কাছে বলেছিলেন, ‘চুরির সঙ্গে জড়িত সন্দেহে পাশের দোকান ভাড়া নেওয়া নিখোঁজ তিন থ্রি পিস ব্যববসায়ীকে খুঁজছেন।’

সিরাজগঞ্জে হাটে হাত ধোয়ার জন্য তৈরি ইটের বেসিন ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই শিশু। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের রাত ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে।
২ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছাড়া আর কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা পাওয়া যায়নি। সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ ডিগ্রি সেলসিয়াস।
৩ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঘোষণা করেছেন
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা এবং দায়মুক্তি দিতে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগ থেকে এই গেজেট জারি করা হয়।
২ ঘণ্টা আগে