স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা সরাইলের ইউএনও আবুবকর সরকার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে চিঠি দিয়েছেন ইউএনও।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার বিকেলে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার নির্বাচনী প্রচার বন্ধ করে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁকে বৃদ্ধাঙ্গুলি দেখান রুমিন ফারহানা। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনাকে সামনে এনেই লিখিত অভিযোগ দিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকার। তিনি জানান, বিষয়টি এখন আদালতের এখতিয়ারে।
চিঠিতে বলা হয়, ইসলামাবাদ গ্রামে জনসমাবেশ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে রুমিন ফারহানা এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেন।
চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যরা মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
প্রার্থীদের ডান-বাম চোখে দেখবেন না, প্রশাসনকে রুমিন
প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতার ঘাটতি দেখা দিলে ৫ আগস্টের মতো ঘটনা হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, একেক দলের প্রার্থীকে ডান-বাম চোখে দেখবেন না। আইন সবার জন্য সমান, সেটি প্রয়োগ করবেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘আশা করি, আসন্ন নির্বাচনে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন হচ্ছে। আমার আসনের ৫ লাখ ভোটার প্রত্যেকেই কেন্দ্রে যাবেন। নিরাপদ-নিশ্চিন্তে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কোনো দলের প্রার্থী বা কর্মীরা কেউ ভয়ভীতি দেখাবে না।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা সরাইলের ইউএনও আবুবকর সরকার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে চিঠি দিয়েছেন ইউএনও।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার বিকেলে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার নির্বাচনী প্রচার বন্ধ করে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাঁকে বৃদ্ধাঙ্গুলি দেখান রুমিন ফারহানা। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনাকে সামনে এনেই লিখিত অভিযোগ দিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুবকর সরকার। তিনি জানান, বিষয়টি এখন আদালতের এখতিয়ারে।
চিঠিতে বলা হয়, ইসলামাবাদ গ্রামে জনসমাবেশ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে প্রার্থীর সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে রুমিন ফারহানা এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেন।
চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ অন্যরা মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
প্রার্থীদের ডান-বাম চোখে দেখবেন না, প্রশাসনকে রুমিন
প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতার ঘাটতি দেখা দিলে ৫ আগস্টের মতো ঘটনা হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, একেক দলের প্রার্থীকে ডান-বাম চোখে দেখবেন না। আইন সবার জন্য সমান, সেটি প্রয়োগ করবেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘আশা করি, আসন্ন নির্বাচনে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ থাকবে। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন হচ্ছে। আমার আসনের ৫ লাখ ভোটার প্রত্যেকেই কেন্দ্রে যাবেন। নিরাপদ-নিশ্চিন্তে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কোনো দলের প্রার্থী বা কর্মীরা কেউ ভয়ভীতি দেখাবে না।’

বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে জিয়া পরিষদের ওই ব্যানার তিনি নিজ হাতে ছিঁড়ে ফেলেন।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত অভিযোগ ও আপিল শুনানি শেষে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ২২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ছয়টি দলের ২০ জন এবং দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে আরও একজন প্রার্থীর বিষয়ে আপিল এখনো নিষ্পত্তি হয়নি।
১৩ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের চায়না রাইফেলের গুলি মাহমুদুর রহমান সৈকতের কপাল ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোহাম্মদপুরের হত্যাযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
২৩ মিনিট আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে দেশের ব্যাংকগুলো।
৩২ মিনিট আগে