স্ট্রিম সংবাদদাতা

বিতর্কিত মন্তব্যের জেরে শপথ নিতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কার্যনির্বাহী সদস্য আকাশ দাস। ধর্ষণ নিয়ে আকাশের মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটি এখনো কাজ শুরু করতে পারেনি। এমন জটিলতায় নির্বাচনের এক মাস পার হলেও ঝুলে আছে চাকসুর এই কার্যনির্বাহী সদস্যের পদ।
গত ১৫ অক্টোবর দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬টি পদের মধ্যে ২৪টিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। ২৩ অক্টোবর শপথ নেন নির্বাচিতরা।
শপথ অনুষ্ঠানের একদিন আগে ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত চাকসুর কার্যনির্বাহী সদস্য দৃষ্টি প্রতিবন্ধী আকাশ দাসের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে তিনি বলেছিলেন, ‘ধর্ষণে মেয়েদেরও দোষ আছে।’
আকাশের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভও করেন। চাকসুর নির্বাচিত অন্য সদস্যরাও আকাশের সঙ্গে শপথ গ্রহণে আপত্তি জানান। ফলে আকাশ দাস শপথ নেওয়া থেকে বিরত থাকেন। পাশাপাশি পোস্টের জন্য ক্ষমা প্রার্থনাও করেন।
বিতর্কিত ওই ফেসবুক পোস্টে আকাশ লিখেছিলেন, ‘সম্প্রতি বুয়েটের ধর্ষণকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। যে ছেলেটা ধর্ষণ করল, সবাই তার বিচার দাবি করছে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যতটুকু বুঝি, একতরফাভাবে কখনো কাউকে দায়ী করা যায় না। ছেলেটা যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার শাস্তি আমি দাবি করছি। কিন্তু মেয়েটা যে নির্দোষ, এমনটাও তো নয়। বরং যে ধরনের ধর্ষণকাণ্ডগুলো ঘটে থাকে বেশিরভাগ মেয়েরাই ছেলেদের ফাঁসানোর জন্য ধর্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে। এখানেও এমনটা ঘটেছে কি না সেটিও তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি।’
এ বিষয়ে জানতে চাইলে আকাশ দাস স্ট্রিমকে বলেন, ‘আমি শুনেছি আমার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। প্রক্টর অফিস থেকে বলা হয়েছে আমাকে ডাকবে। এখনও ডাকেনি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্ট্রিমকে বলেন, ‘চাকসুর কার্যনির্বাহী সদস্য আকাশ দাসের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা অভিযোগটা হালকা করে না দেখে বিশ্ববিদ্যালয়ের হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিপ্লিনারি কমিটিতে পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে ডিপ্লিনারি কমিটি সম্প্রতি অভিযোগের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।’
তবে এখনো তদন্ত কমিটির বিষয়ে কোন চিঠি পাননি বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফুয়াদ হাসান। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমি এখনও কোন চিঠি পাইনি। কমিটির কথা আপনার কাছেই প্রথম শুনলাম।’

বিতর্কিত মন্তব্যের জেরে শপথ নিতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কার্যনির্বাহী সদস্য আকাশ দাস। ধর্ষণ নিয়ে আকাশের মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটি এখনো কাজ শুরু করতে পারেনি। এমন জটিলতায় নির্বাচনের এক মাস পার হলেও ঝুলে আছে চাকসুর এই কার্যনির্বাহী সদস্যের পদ।
গত ১৫ অক্টোবর দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬টি পদের মধ্যে ২৪টিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। ২৩ অক্টোবর শপথ নেন নির্বাচিতরা।
শপথ অনুষ্ঠানের একদিন আগে ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত চাকসুর কার্যনির্বাহী সদস্য দৃষ্টি প্রতিবন্ধী আকাশ দাসের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে তিনি বলেছিলেন, ‘ধর্ষণে মেয়েদেরও দোষ আছে।’
আকাশের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভও করেন। চাকসুর নির্বাচিত অন্য সদস্যরাও আকাশের সঙ্গে শপথ গ্রহণে আপত্তি জানান। ফলে আকাশ দাস শপথ নেওয়া থেকে বিরত থাকেন। পাশাপাশি পোস্টের জন্য ক্ষমা প্রার্থনাও করেন।
বিতর্কিত ওই ফেসবুক পোস্টে আকাশ লিখেছিলেন, ‘সম্প্রতি বুয়েটের ধর্ষণকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। যে ছেলেটা ধর্ষণ করল, সবাই তার বিচার দাবি করছে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যতটুকু বুঝি, একতরফাভাবে কখনো কাউকে দায়ী করা যায় না। ছেলেটা যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার শাস্তি আমি দাবি করছি। কিন্তু মেয়েটা যে নির্দোষ, এমনটাও তো নয়। বরং যে ধরনের ধর্ষণকাণ্ডগুলো ঘটে থাকে বেশিরভাগ মেয়েরাই ছেলেদের ফাঁসানোর জন্য ধর্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করে। এখানেও এমনটা ঘটেছে কি না সেটিও তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি।’
এ বিষয়ে জানতে চাইলে আকাশ দাস স্ট্রিমকে বলেন, ‘আমি শুনেছি আমার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। প্রক্টর অফিস থেকে বলা হয়েছে আমাকে ডাকবে। এখনও ডাকেনি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্ট্রিমকে বলেন, ‘চাকসুর কার্যনির্বাহী সদস্য আকাশ দাসের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা অভিযোগটা হালকা করে না দেখে বিশ্ববিদ্যালয়ের হেলথ রেসিডেন্স অ্যান্ড ডিপ্লিনারি কমিটিতে পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে ডিপ্লিনারি কমিটি সম্প্রতি অভিযোগের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবে।’
তবে এখনো তদন্ত কমিটির বিষয়ে কোন চিঠি পাননি বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফুয়াদ হাসান। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমি এখনও কোন চিঠি পাইনি। কমিটির কথা আপনার কাছেই প্রথম শুনলাম।’

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। ড্রিম হলিডে পার্কের সামনের রাস্তার পাশে গাড়ি পার্ক করলে স্থানীয় একদল লোক টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগে