স্ট্রিম প্রতিবেদক

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর ঘোষিত ওই তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিট আবেদনে মূল প্রশ্ন তোলা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা এবং একই দিনে দুটি ভিন্ন প্রকৃতির নির্বাচন আয়োজনের আইনি ভিত্তি নিয়ে।
রিট দায়েরের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবিধান ও প্রচলিত আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে রিটের পক্ষে তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামক কোনো ব্যবস্থার উল্লেখ নেই। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, আইন ছাড়া কোনো রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা যায় না। তাই বিদ্যমান কোনো আইন বা সাংবিধানিক ভিত্তি ছাড়া এই সরকার নির্বাচন বা গণভোট পরিচালনা করতে পারে না।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও জেনারেল ক্লজেস অ্যাক্টের ৬, ৬এ ও ৭ ধারা এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পর্যালোচনা করলে দেখা যায়, কোনো আইন বাতিল হলেও তার প্রভাব সম্পূর্ণ শেষ হয়ে যায় না। সেই আইনি ব্যাখ্যা এবং আপিল বিভাগের সিদ্ধান্ত অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এখনো নির্বাচন আয়োজন করা সম্ভব।
একই দিনে দুটি নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘একই দিনে দুটি নির্বাচন (সংসদ ও গণভোট) আয়োজনের কোনো বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কিংবা সংবিধানে উল্লেখ নেই। তাই বিষয়টি আইনগত কর্তৃত্ববহির্ভূত।’
সংবিধানের ১১ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে রিটকারী আইনজীবী বলেন, গণতন্ত্রের মূল শর্ত হলো সকলের অংশগ্রহণে প্রতিনিধিত্বমূলক নির্বাচন। কিন্তু বর্তমানে সরকারি নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিক কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারছে না। এমনকি যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের মধ্যেও অনেকে এই মুহূর্তে নির্বাচন চায় না। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না হলে তা সংবিধানের মূল চেতনার পরিপন্থী হবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই আইনজীবী। তিনি জানান, ঢাকা-১৭ ও ঢাকা-৬ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু বিকেল ৫টার সময় গেট বন্ধ করে দেওয়ায় তাঁর আবেদন জমা নেওয়া হয়নি। এই ঘটনায় তিনি আরেকটি পৃথক রিট দায়ের করেছেন, যা একই দিনে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে গত ১১ ডিসেম্বর ঘোষিত ওই তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিট আবেদনে মূল প্রশ্ন তোলা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা এবং একই দিনে দুটি ভিন্ন প্রকৃতির নির্বাচন আয়োজনের আইনি ভিত্তি নিয়ে।
রিট দায়েরের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবিধান ও প্রচলিত আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে রিটের পক্ষে তার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নামক কোনো ব্যবস্থার উল্লেখ নেই। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, আইন ছাড়া কোনো রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা যায় না। তাই বিদ্যমান কোনো আইন বা সাংবিধানিক ভিত্তি ছাড়া এই সরকার নির্বাচন বা গণভোট পরিচালনা করতে পারে না।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও জেনারেল ক্লজেস অ্যাক্টের ৬, ৬এ ও ৭ ধারা এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পর্যালোচনা করলে দেখা যায়, কোনো আইন বাতিল হলেও তার প্রভাব সম্পূর্ণ শেষ হয়ে যায় না। সেই আইনি ব্যাখ্যা এবং আপিল বিভাগের সিদ্ধান্ত অনুসারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এখনো নির্বাচন আয়োজন করা সম্ভব।
একই দিনে দুটি নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘একই দিনে দুটি নির্বাচন (সংসদ ও গণভোট) আয়োজনের কোনো বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) কিংবা সংবিধানে উল্লেখ নেই। তাই বিষয়টি আইনগত কর্তৃত্ববহির্ভূত।’
সংবিধানের ১১ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে রিটকারী আইনজীবী বলেন, গণতন্ত্রের মূল শর্ত হলো সকলের অংশগ্রহণে প্রতিনিধিত্বমূলক নির্বাচন। কিন্তু বর্তমানে সরকারি নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগসহ ১৪ দলের শরিক কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারছে না। এমনকি যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের মধ্যেও অনেকে এই মুহূর্তে নির্বাচন চায় না। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত না হলে তা সংবিধানের মূল চেতনার পরিপন্থী হবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই আইনজীবী। তিনি জানান, ঢাকা-১৭ ও ঢাকা-৬ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু বিকেল ৫টার সময় গেট বন্ধ করে দেওয়ায় তাঁর আবেদন জমা নেওয়া হয়নি। এই ঘটনায় তিনি আরেকটি পৃথক রিট দায়ের করেছেন, যা একই দিনে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হলেও ওএমআর মেশিনে ত্রুটির কারণে তা স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহারে সিটবিহীন টিকিটে বাসযাত্রাকে ঘিরে বাকবিতণ্ডার জেরে এক বাসচালককে অফিসে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। গত রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক দল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে