leadT1ad

মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ভোলা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২৩: ৩১
ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম (৪৫) ও মো. অলি উল্যাহ ডুবাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গজারিয়া বাজার থেকে তাঁরা মোটরসাইকেলে কর্তারহাট এলাকায় মাহফিল শুনতে যাচ্ছিলেন। কলেজ এলাকায় পৌঁছালে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পোড়া বাসটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত