leadT1ad

ময়মনসিংহে হামলা করে আসামি ছিনতাই, আহত ৫ পুলিশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা

পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামির লোকজন

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামির লোকজন। এ সময় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের ৫ সদস্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে ( জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠান) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ৬ নম্বর আসামি আরিফুলকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পর তার বাবা সাগর আলী লোক জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত হয়ে মমেক হাসপাতালে ভর্তি থাকা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, ‘হামলায় আমিসহ আমাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। আমি বুকে বেশি আঘাত পাওয়ায় আমাকে ভর্তি করা হয়েছে। অন্যরাও হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Ad 300x250

সম্পর্কিত