leadT1ad

‘হ্যাঁ’ ভোটের প্রচারে বাধা নেই সরকারি কর্মচারীদের: আলী রীয়াজ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২২: ৪২
শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে বিভাগীয় মতবিনিময় সভায়’ বক্তব্য দেন অধ্যাপক আলী রীয়াজ। ছবি : বাসস

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবীদের সঙ্গে আলোচনায় দেখা গেছে, এ বিষয়ে সরকারি কর্মচারীদের ওপর কোনো আইনি নিষেধাজ্ঞা নেই।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ঢাকা বিভাগীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, এবারের গণভোট কোনো দলকে ক্ষমতায় বসানো বা আটকানোর এজেন্ডা নয়। এটি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের এজেন্ডা। আগামীর বাংলাদেশ কোন পথে চলবে, তা নির্ধারণেই জনগণের সম্মতি নেওয়া হচ্ছে।

আলী রীয়াজ জানান, প্রজাতন্ত্রের কর্মচারীরা কেবল কর্মকর্তা নন, তাঁরা নাগরিকও। সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের আইন মানা ও জাতীয় সম্পদ রক্ষার দায়িত্ব রয়েছে। সেই আলোকে মানুষকে সচেতন করাও নাগরিক কর্তব্যের অংশ।

অধ্যাপক রীয়াজ আরও বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা স্বৈরতন্ত্র যেন আর ফিরতে না পারে, সেই পথ বন্ধ করতেই এই আয়োজন। সংবিধান সংশোধন যেন ভবিষ্যতে আর ‘ছেলেখেলায়’ পরিণত না হয়, তা নিশ্চিত করা জরুরি।

সভায় বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার জানান, সংবিধান সংস্কার সম্পর্কিত ৪৮টি সুপারিশ চারটি ক্যাটাগরিতে গণভোটে আসছে। তিনি বলেন, ‘প্রশ্ন কার্যত একটাই—আপনি কি জুলাই অভ্যুত্থানের পক্ষে, নাকি বিপক্ষে?’ গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ আরও বীভৎস রূপে ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বক্তারা জানান, দীর্ঘদিনের অনাস্থার কারণে গণভোট অনেকের কাছে নতুন অভিজ্ঞতা। তাই ব্যালটে ‘টিক চিহ্ন’ দেওয়ার পদ্ধতি জনগণকে বোঝাতে হবে।

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত