leadT1ad

ঈদের পর বইমেলা করার দাবি প্রকাশকদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮: ৪১
স্ট্রিম গ্রাফিক

অমর একুশে বইমেলা ২০২৬ পবিত্র রমজান মাসের পরিবর্তে ঈদুল ফিতরের পর আয়োজন করার দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

গত শনিবার (২৪ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ধর্মীয় পরিবেশ বিবেচনায় বইমেলার তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ করা হয়েছে।

প্রকাশকদের অভিযোগ, গত ডিসেম্বরে মেলার প্রাথমিক তারিখ নির্ধারিত হলেও কিছু মহলের বিরোধিতার মুখে কর্তৃপক্ষ প্রকাশকদের সাথে আলোচনা ছাড়াই তা স্থগিত করে। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি থেকে মেলার নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে প্রকাশকরা মনে করছেন, এই সময় মেলার জন্য মোটেই সুবিধাজনক নয়। ওই সময় আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং পবিত্র রমজানের মধ্যে পড়বে। এর ফলে লেখক, পাঠক ও প্রকাশকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

চিঠিতে আরও বলা হয়, গত ছয় বছর ধরে করোনা ও রাজনৈতিক অস্থিরতায় প্রকাশকরা চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন। পবিত্র রমজানে রোজা পালন, ইফতার ও তারাবির নামাজের ব্যস্ততার কারণে মেলায় পাঠকদের উপস্থিতি নগণ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ১৯ জানুয়ারি ২৬২ জন প্রকাশকের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ২২ জানুয়ারি সমিতির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বইমেলা ঈদের পর করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা জানান, বেশিরভাগ পাঠকের অনুপস্থিতিতে কেবল নিয়ম রক্ষার আয়োজন দেশের প্রকাশনা শিল্পের জন্য কোনো সুফল বয়ে আনবে না। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বইমেলার সময় পুনর্নির্ধারণ করে তা ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত