leadT1ad

নির্বাচন যত ঘনিয়ে আসছে, একটি দল তত সহিংসতায় জড়াচ্ছে: আসিফ মাহমুদ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তৃতা করছেন আসিফ মাহমুদ। স্ট্রিম ছবি

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি রাজনৈতিক দল ততই সহিংস ও হিংস্র আচরণে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি বলেন, হামলা ও সন্ত্রাসকে যারা আবারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছে, জনগণ এবার তাঁদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নির্বাচনী পথসভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন। শ্রীমঙ্গল স্টেশন সড়কে মৌলভীবাজার-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, সম্প্রতি এনসিপির একজন শরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি রাজনৈতিক সহিংসতার ভয়াবহ চিত্র। তবে তিনি আশ্বস্ত করেন, ভোটের দিন ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন। এ জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা কেন্দ্রভিত্তিক অবস্থান নেবেন।

আসিফ মাহমুদ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে। সেই ফ্যাসিবাদী রাজনীতিকে আবার ফিরিয়ে আনার জন্য কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন। জনগণ এটি মেনে নেবে না। সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

চা শ্রমিকদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, এনসিপি ক্ষমতায় গেলে এই অঞ্চলের চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা হবে। দলটির ইশতেহারে শ্রমিকদের মজুরি ঘণ্টায় ১০০ টাকা করার প্রতিশ্রুতি থাকবে। তিনি বলেন, বর্তমানে শ্রমিকেরা যে মজুরি পান, তা দিয়ে সম্মানজনক জীবনযাপন সম্ভব নয়। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

একই পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে জনগণের সাথে বাণিজ্য করেছে। এখন নির্বাচন সামনে রেখে তারা মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে। এটি স্পষ্ট প্রতারণা। তিনি অভিযোগ করেন, একসময় যে ৩১ দফা সংস্কারের কথা বলা হয়েছিল, সংশ্লিষ্ট দলটি তা নিজেরাই বিসর্জন দিয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি চায় না কোনো আসন চাঁদাবাজ বা নতুন কোনো স্বৈরাচারের হাতে চলে যাক। তাই বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সিলেট বিভাগের একাধিক যোগ্য প্রার্থীর মধ্য থেকে প্রীতম দাশকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করছেন।

তিনি উল্লেখ করেন, চা-বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রীতম দাশ কারাবরণ করেছেন। তাঁকে বিজয়ী করে সংসদে পাঠালে তিনি আরও শক্তভাবে মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবেন বলে এনসিপি নেতারা আশা প্রকাশ করেন।

Ad 300x250

সম্পর্কিত