leadT1ad

ন্যায্য পাওনা বুঝে নেওয়ার ঘোষণা দিয়ে তাসনিম জারার ইশতেহার পাঠ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদর নিয়ে নির্বাচনা ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনবিষয়ক সভায় তাসনিম জারা। সংগৃহীত ছবি

ন্যায্য পাওনা বুঝে নেওয়া ও নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা এলাকা) আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

শনিবার খিলগাঁও মডেল কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদর নিয়ে নির্বাচনা ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনবিষয়ক সভায় তিনি ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার আগে তাসনিম জারা বলেন, ‘ঢাকা-৯ এই শহরের প্রাণ, কিন্তু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান-বনানীর সমান ট্যাক্স দিই, সমান বিল দিই কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদের কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেওয়ার সময় আছে, কিন্তু সেবা দেওয়ার সময় নেই।’

তাসনিম জারা আরও বলেন, ‘আমি পেশাদার রাজনীতিবিদি নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা একেবারেই পরিষ্কার—ঢাকা-৯-এর অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দিই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব।’

এরপর ছয়টি সমস্যা ও তার সমাধান বাতলে নিজের ইশতেহার পড়েন জারা। এর আগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশতেহার প্রকাশ করেন জারা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত