leadT1ad

১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা

যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল, তারা আজ মজলুমদের বলে গুপ্ত: জামায়াত আমির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৬
নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুলকে শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা বছরের পর বছর গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল, তারাই আজ মজলুমদের গুপ্ত আর সুপ্ত বলছেন।

শনিবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জের কোনাখোলার শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকে গুপ্ত-সুপ্ত কত কিছু বলে রে ভাই, এগুলোর কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর, তারা আজ মজলুমদের বলে গুপ্ত আর সুপ্ত। আয়নায় নিজের চেহারা দেখি; অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই!’

জামায়াত আমির বলেন, ‘তরুণরা অপমানজনক বেকার ভাতা চাননি। তাদের বেকার না রেখে দক্ষ করে তোলা হবে এবং কর্মসংস্থান করা হবে। তিনি বলেন, যারা মা-বোনের কাপড় খুলে ফেলার স্পষ্ট ঘোষণা যারা দেয় তারা মানুষ নয়। এই হুমকিদাতারা ক্ষমতায় গেলে একজন মা-বোনও বাইরে বের হলে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবেন না।’

ডা. শফিকুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোটই আগামীর বাংলাদেশ। দাঁড়িপাল্লায় ভোট দিলে প্রয়াত জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ হবে বলেও মন্তব্য করেন তিনি।

জনসভা থেকে ঢাকা-১ আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনে সাবেক সেনাকর্মকর্তা আবদুল হক ও ঢাকা-৩ আসনে অধ্যক্ষ শাহীনুল ইসলামকে দাঁড়িপাল্লা, নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল ও ঢাকা-২০ আসনে প্রকৌশলী নাবিলা তাসনিদকে শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এসময় জামায়াত আমির বলেন, এই আসনগুলোতে তাঁরা ছাড়া ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আর কোনো বিকল্প প্রার্থী নেই।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত