leadT1ad

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যায় বিএনপিকে দায়ী করল এনসিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৯: ২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্ট্রিম গ্রাফিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি দাবি করেছে, স্থানীয় বিএনপি কার্যালয় থেকে মাইকে ঘোষণা দিয়ে ‘মব’ তৈরি করা হয়। এরপর র‍্যাবের ওপর এই পৈশাচিক হামলা চালানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে এনসিপি জানায়, গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব অভিযান চালায়। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে থেকে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে। তারা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ডিএডি মোতালেবসহ চারজন সদস্যকে জিম্মি করা হয়। তাঁদের পৈশাচিক কায়দায় মারধর ও গুলি করা হয়। এতে মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন এবং আরও তিন সদস্য গুরুতর আহত হন।

মোতালেব হোসেন ভূঁইয়ার ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় বিবৃতিতে। এতে অভিযোগ করা হয়, ৫ আগস্টের পর থেকে বিএনপির অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে কয়েকশ মানুষ খুন হয়েছে। জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এমন হামলা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে।

বিবৃতিতে দেশের গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করা হয়। এতে বলা হয়, বিএনপি কার্যালয়ের সামনে প্রকাশ্যে এই হামলা হলেও অধিকাংশ গণমাধ্যম হামলাকারীদের রাজনৈতিক পরিচয় এড়িয়ে গেছে। একে ফ্যাসিস্ট আমলের মতো দলীয় আনুগত্য বলে অভিহিত করা হয়।

এনসিপি সরকারকে জিরো টলারেন্স নীতিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, অন্যথায় সুষ্ঠু নির্বাচন আয়োজন অসম্ভব হয়ে পড়বে। বিএনপিকে দলীয় সন্ত্রাসীদের লাগাম ধরার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে যে জনগণ ভোটের বাক্সে এর উপযুক্ত জবাব দেবে।

Ad 300x250

সম্পর্কিত