leadT1ad

ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে না গেলে বাংলাদেশ ক্রিকেট দলকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ রাজি না হলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হবে। নিজেদের সিদ্ধান্ত পরিবর্তনের একদিনের সময় বেধে দিয়েছে আইসিসি।

সূত্রের বরাতে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অধিকাংশ পরিচালক বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দেন। বৈঠকে উপস্থিত ১৫ পরিচালকের মধ্যে শুধু পাকিস্তান বিসিবির পক্ষে ভোট দেয়।

বাংলাদেশ সরে দাঁড়ালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘গ্রুপ সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। যদিও স্কটল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। ইউরোপিয়ান বাছাই পর্বে তারা নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে টুর্নামেন্ট শেষ করে।

এবারের বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে। বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব করেছিল। এই অচলাবস্থা নিরসনে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকে কোনো সমাধান মেলেনি।

এদিকে, অন্তর্বর্তী সরকোরের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি যদি ভারতীয় বোর্ডের চাপে কোনো অযৌক্তিক শর্ত দেয়, তবে বাংলাদেশ তা মানবে না।

তিনি উল্লেখ করেন, এর আগে ভারতের আপত্তির কারণে আইসিসি পাকিস্তানের ভেন্যু পরিবর্তন করার উদাহরণ তৈরি করেছে। তাই বাংলাদেশের দাবিকেও আইসিসির গুরুত্ব দেওয়া উচিত।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক ও অগণিত ক্রিকেট ভক্তের নিরাপত্তার বিষয়টি তাঁদের কাছে অগ্রাধিকার পাচ্ছে।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতের অধিকার নিয়ে তাঁরা লড়াই চালিয়ে যাবেন। তবে শেষ পর্যন্ত ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকি বিসিবি কীভাবে মোকাবিলা করবে, তা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবৃতিতে কী বলছে আইসিসি

বোর্ড সভা শেষে আইসিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ২০২৬ আইসিসি পুরুষদের টি–টুয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতেই খেলতে হবে।

এতে বলা হয়, বিসিবি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোয় পরবর্তী করণীয় ঠিক করতে আইসিসি বোর্ডের বৈঠক (ভিডিও কনফারেন্সে) ডাকা হয়। বিসিবির অনুরোধের বিষয়টি বিবেচনার জন্য সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন খতিয়ে দেখা হয়। এর মধ্যে স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাও ছিল। সব মূল্যায়নেই ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো ধরনের হুমকি নেই বলে দেখা যায়।

বিবৃতিতে আইসিসি আরও বলেছে, এত কাছাকাছি সময়ে এসে টুর্নামেন্ট সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি বদলালে ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টগুলোর জন্য তা দৃষ্টান্ত তৈরি করবে। এতে আইসিসির নিরপেক্ষতা ও টুর্নামেন্টের পবিত্রতা প্রশ্নের মুখে পড়তে পারে।

Ad 300x250

সম্পর্কিত