leadT1ad

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১: ৫৫
পাকিস্তান ক্রিকেট টিম। ফাইল ছবি

আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। বাংলাদেশের দাবির প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে—এমন গুঞ্জনের মধ্যেই নিজেদের অবস্থান পরিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ সোমবার (১৯ জানুয়ারি) পিসিবির ঘনিষ্ট একটি সূত্রের বরাতে গালফ নিউজের এক খবরে বলা হয়েছে, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে নাও সরায়, তবুও পাকিস্তান টুর্নামেন্টে অংশ নেবে। পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই, কারণ তাদের ম্যাচগুলো এমনিতেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে।

মিডিয়ার জল্পনাকে উড়িয়ে দিয়ে ওই সূত্র বলেন, ‘মানুষ উত্তেজনা বাড়াতে এসব কথা ছড়ায়।

তবে খেলার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের নিরাপত্তা শঙ্কাকে ‘যৌক্তিক ও বৈধ’ বলে সমর্থন দিয়েছে পাকিস্তান। বিসিবিও কূটনৈতিক ও ক্রিকেটীয় সমর্থনের জন্য পিসিবির সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে বিসিবি ভারতের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল। তবে আইসিসির নিরাপত্তা দল ভারতীয় ভেন্যুতে ‘হুমকি নেই’ বলে প্রতিবেদন দিয়েছে।

আইসিসির সঙ্গে বৈঠকে বিসিবি গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছিল। তারা আয়ারল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে (ভারত ভেন্যু) পাঠিয়ে নিজেরা গ্রুপ ‘বি’-তে (শ্রীলঙ্কা ভেন্যু) খেলার আগ্রহ প্রকাশ করে। তবে আইসিসি আয়ারল্যান্ডকে আশ্বস্ত করেছে যে তাদের জোর করে গ্রুপ বদলানো হবে না। বর্তমানে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা।

২১ জানুয়ারির মধ্যে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশকে। টুর্নামেন্ট বর্জন করলে পয়েন্ট হারানোর পাশাপাশি বড় অংকের আর্থিক জরিমানার মুখে পড়বে বিসিবি। আইসিসির রাজস্ব ভাগাভাগির মডেলেও বড় ধাক্কা খাবে বাংলাদেশ।

Ad 300x250

সম্পর্কিত