leadT1ad

প্রথম আলো, ডেইলি স্টারে আগুন নিয়ে যা বললেন নূরুল কবীর

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

মব ভায়োলেন্স ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর উপর্যুপরি হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সংবাদপত্রের সম্পাদক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় নিউ এজ সম্পাদক নূরুল কবীর হামলাকারীদের ‘মধ্যযুগীয়’ আচরণের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয়, তাদেরকে পুড়িয়ে হত্যা করা।’ নূরুল কবীর উল্লেখ করেন যে, সংবাদকর্মীরা যখন অফিসে কর্মরত ছিলেন, তখন আগুন দেওয়া এবং দমকল বাহিনীকে বাধা দেওয়ার মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীর লক্ষ্য পরিষ্কার হয়েছে।

সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বৃহত্তর সামাজিক স্বার্থে সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা কেবলমাত্র সংবাদকর্মীদের দায়িত্ব নয়।’ তিনি সতর্ক করে দেন যে, সমাজ যদি এমন সহিংসতা সহ্য করে তবে ‘গোটা সমাজ ব্যবস্থার উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে।’

সভায় তিনি সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং অচিরেই বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানান। নূরুল কবীর মনে করেন, এই দুঃসময়ে নিজেদের ঐক্যবদ্ধতার মাধ্যমেই সমাজের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

Ad 300x250

সম্পর্কিত