>> নেপথ্যে ভূঁইফোড় প্রতিষ্ঠান ‘জুলাই চেতনা পাবলিকেশন’
>> বাজারে নেই, তবু কিনতে দপ্তরে দপ্তরে তোড়জোড়
হুমায়ূন শফিক

মাত্র ১৬ পৃষ্ঠার বই, ‘জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান স্মৃতিস্মারক’। শুভেচ্ছা মূল্য ৫০০ টাকা। প্রকাশ না হলেও বইটির প্রচার-প্রসারে নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এরপর এটি কিনতে সরকারি কর্মকর্তারা আদাজল খেয়ে নেমেছেন। অর্থ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা দপ্তর– সবখানে বইটি কেনার অনুরোধে চলছে চিঠি চালাচালি।
মজার ব্যাপার, বইটির প্রকাশনা প্রতিষ্ঠান ‘জুলাই চেতনা পাবলিকেশন’। এটির কর্ণধার আশরাফুল আলম। জুলাই চেতনা পাবলিকেশনের অফিস পর্যন্ত নেই। সরকারি দপ্তরের নিবন্ধনের কোনো তথ্য পায়নি স্ট্রিম।
বইটি এখনো প্রকাশ হয়নি বলে স্বীকার করেন জুলাই চেতনা পাবলিকেশনের কর্ণধার আশরাফুল আলম। প্রকাশের আগেই কিনতে সরকারি নির্দেশনার বিষয়ে স্ট্রিমকে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ৮৪৪ শহীদের প্রতি সহানুভূতি দেখানো একটি সামাজিক দায়িত্ব। সরকার একা সব কাজ করতে পারবে না। এজন্য আমরা সহযোগী হিসেবে কাজ করছি।’
আইনি বৈধতা ছাড়া এভাবে ভুঁইফোঁড় প্রকাশনা প্রতিষ্ঠান খুলে বই বিক্রির বিষয়ে জানতে চাইলে আশরাফুল রেগে যান। প্রতিবেদক জুলাইয়ের চেতনা ধারণ (ওন) করেন কিনা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘শহীদদের প্রতি হৃদয় থেকে আবেগ থাকলে ছাপানোর আগেই উদ্যোগ নেওয়া যায়।’
সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের আমলে এমন চিত্র ছিল বেশ চেনা। বইয়ের পাতায় শেখ মুজিবুর রহমান বা তাঁর পরিবারের কেউ থাকলেই সরকারি দপ্তরে সেটি কেনার হিড়িক পড়ত। মান বা দাম দেখা হতো না। রাষ্ট্রীয় অর্থে অনেক ভুঁইফোঁড় প্রকাশনী রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে। গণঅভ্যুত্থানের পরে পরিবর্তিত প্রেক্ষাপটে এমনটি কাম্য নয়।
কথাসাহিত্যিক জিয়া হাশান স্ট্রিমকে বলেন, দুঃখজনক হলো, আওয়ামী আমলের মতোই জুলাই নিয়ে বাণিজ্য শুরু হয়েছে। বাজারেই আসেনি, সেই বই কীভাবে মন্ত্রণালয় কেনার নির্দেশ দেয়?
অপ্রকাশিত বই কিনতে সরকারি তোড়জোড়
সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছে একটি ‘অত্যন্ত জরুরি’ চিঠি। তার বিষয় হিসেবে লেখা, ‘জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থান স্মৃতিস্মারক’ নামের একটি বিশেষ বই কেনা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বীকার করেছেন, তিনি অধীন প্রতিষ্ঠানগুলোকে বইটি কেনার জন্য চিঠি দিয়েছেন। তবে কাজী শরীফ বইটি দেখেছেন কিনা, কত কপি কিনতে বলেছেন– প্রশ্নে উত্তর না দিয়ে কল কেটে দেন। একাধিকবার কল করলেও রিসিভ হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সারমিন সুলতানা এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির যুগ্ম পরিচালক ফরিদুল হকের সই করা পৃথক চিঠিতে বইটি কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অদৃশ্য বই কেনার বিষয়ে বিস্তারিত জানতে বেশ কয়েকবার ফোন দিলেও দুজনের কেউই রিসিভ করেননি।
অবশ্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম স্ট্রিমকে জানিয়েছেন, এ ধরনের কোনো প্রস্তাব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় থেকে তাদের কাছে আসেনি।
যেভাবে এলো নির্দেশনা
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ‘জুলাই চেতনা পাবলিকেশন’ মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেয়। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে বইটি গুরুত্বপূর্ণ। এতে ৮৪৪ শহীদের ছবি, পরিচয় ও তথ্য থাকবে। বলা হয়, এটি দেশের শিক্ষার্থী, গবেষক ও সরকারি কর্মকর্তাদের জন্য একটি ‘মূল্যবান দলিল’ হবে।
আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বইটি কেনার জন্য ‘ডিও লেটার’ (আধা সরকারিপত্র) ইস্যু করেন। তাঁর নির্দেশের পরপরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত সব দপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় বইটি কিনে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশনা প্রতিষ্ঠান সূচিপত্রের কর্ণধার সাঈদ বারী স্ট্রিমকে বলেন, যে বই এখনো ছাপা হয়নি, তা কিনতে তোড়জোড় কেন, বুঝতে পারছি না। অপ্রকাশিত বই কিনতে উপদেষ্টার নির্দেশনা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। তিনি আরও বলেন, এভাবে বই কেনার নিয়মও বোধ হয় নেই। বই তারা জাতীয় গ্রন্থকেন্দ্র বা এ রকম প্রতিষ্ঠানে দিতে পারতো। সরাসরি মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা ভালো হলো না।

মাত্র ১৬ পৃষ্ঠার বই, ‘জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান স্মৃতিস্মারক’। শুভেচ্ছা মূল্য ৫০০ টাকা। প্রকাশ না হলেও বইটির প্রচার-প্রসারে নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এরপর এটি কিনতে সরকারি কর্মকর্তারা আদাজল খেয়ে নেমেছেন। অর্থ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা দপ্তর– সবখানে বইটি কেনার অনুরোধে চলছে চিঠি চালাচালি।
মজার ব্যাপার, বইটির প্রকাশনা প্রতিষ্ঠান ‘জুলাই চেতনা পাবলিকেশন’। এটির কর্ণধার আশরাফুল আলম। জুলাই চেতনা পাবলিকেশনের অফিস পর্যন্ত নেই। সরকারি দপ্তরের নিবন্ধনের কোনো তথ্য পায়নি স্ট্রিম।
বইটি এখনো প্রকাশ হয়নি বলে স্বীকার করেন জুলাই চেতনা পাবলিকেশনের কর্ণধার আশরাফুল আলম। প্রকাশের আগেই কিনতে সরকারি নির্দেশনার বিষয়ে স্ট্রিমকে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ৮৪৪ শহীদের প্রতি সহানুভূতি দেখানো একটি সামাজিক দায়িত্ব। সরকার একা সব কাজ করতে পারবে না। এজন্য আমরা সহযোগী হিসেবে কাজ করছি।’
আইনি বৈধতা ছাড়া এভাবে ভুঁইফোঁড় প্রকাশনা প্রতিষ্ঠান খুলে বই বিক্রির বিষয়ে জানতে চাইলে আশরাফুল রেগে যান। প্রতিবেদক জুলাইয়ের চেতনা ধারণ (ওন) করেন কিনা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘শহীদদের প্রতি হৃদয় থেকে আবেগ থাকলে ছাপানোর আগেই উদ্যোগ নেওয়া যায়।’
সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের আমলে এমন চিত্র ছিল বেশ চেনা। বইয়ের পাতায় শেখ মুজিবুর রহমান বা তাঁর পরিবারের কেউ থাকলেই সরকারি দপ্তরে সেটি কেনার হিড়িক পড়ত। মান বা দাম দেখা হতো না। রাষ্ট্রীয় অর্থে অনেক ভুঁইফোঁড় প্রকাশনী রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে। গণঅভ্যুত্থানের পরে পরিবর্তিত প্রেক্ষাপটে এমনটি কাম্য নয়।
কথাসাহিত্যিক জিয়া হাশান স্ট্রিমকে বলেন, দুঃখজনক হলো, আওয়ামী আমলের মতোই জুলাই নিয়ে বাণিজ্য শুরু হয়েছে। বাজারেই আসেনি, সেই বই কীভাবে মন্ত্রণালয় কেনার নির্দেশ দেয়?
অপ্রকাশিত বই কিনতে সরকারি তোড়জোড়
সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছে একটি ‘অত্যন্ত জরুরি’ চিঠি। তার বিষয় হিসেবে লেখা, ‘জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থান স্মৃতিস্মারক’ নামের একটি বিশেষ বই কেনা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বীকার করেছেন, তিনি অধীন প্রতিষ্ঠানগুলোকে বইটি কেনার জন্য চিঠি দিয়েছেন। তবে কাজী শরীফ বইটি দেখেছেন কিনা, কত কপি কিনতে বলেছেন– প্রশ্নে উত্তর না দিয়ে কল কেটে দেন। একাধিকবার কল করলেও রিসিভ হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সারমিন সুলতানা এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির যুগ্ম পরিচালক ফরিদুল হকের সই করা পৃথক চিঠিতে বইটি কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অদৃশ্য বই কেনার বিষয়ে বিস্তারিত জানতে বেশ কয়েকবার ফোন দিলেও দুজনের কেউই রিসিভ করেননি।
অবশ্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম স্ট্রিমকে জানিয়েছেন, এ ধরনের কোনো প্রস্তাব মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় থেকে তাদের কাছে আসেনি।
যেভাবে এলো নির্দেশনা
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ‘জুলাই চেতনা পাবলিকেশন’ মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেয়। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে বইটি গুরুত্বপূর্ণ। এতে ৮৪৪ শহীদের ছবি, পরিচয় ও তথ্য থাকবে। বলা হয়, এটি দেশের শিক্ষার্থী, গবেষক ও সরকারি কর্মকর্তাদের জন্য একটি ‘মূল্যবান দলিল’ হবে।
আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বইটি কেনার জন্য ‘ডিও লেটার’ (আধা সরকারিপত্র) ইস্যু করেন। তাঁর নির্দেশের পরপরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত সব দপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় বইটি কিনে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশনা প্রতিষ্ঠান সূচিপত্রের কর্ণধার সাঈদ বারী স্ট্রিমকে বলেন, যে বই এখনো ছাপা হয়নি, তা কিনতে তোড়জোড় কেন, বুঝতে পারছি না। অপ্রকাশিত বই কিনতে উপদেষ্টার নির্দেশনা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। তিনি আরও বলেন, এভাবে বই কেনার নিয়মও বোধ হয় নেই। বই তারা জাতীয় গ্রন্থকেন্দ্র বা এ রকম প্রতিষ্ঠানে দিতে পারতো। সরাসরি মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা ভালো হলো না।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে চুরি হয়ে গিয়েছিল।
৩ ঘণ্টা আগে
সারা দেশে চলমান মব সন্ত্রাস, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘জুলাই সাংস্কৃতিক আন্দোলন’-এর উদ্যোগে আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১ নম্বর গেটে এই আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত সহজ করতে ১০ রুটে বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।
৪ ঘণ্টা আগে
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের বিক্ষোভ ও হুমকির ঘটনায় সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে