নিজ সম্প্রদায়ের জন্য ত্যাগের এক অনন্য নজির
নিজের জীবনকে স্বাভাবিক পথে চালানোর সব সুযোগই তার সামনে ছিল। ভালো চাকরি, পরিবারের স্বচ্ছলতা, সন্তানদের নিশ্চিন্ত ভবিষ্যৎ—সবকিছুই তিনি পেতে পারতেন। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন অন্য এক পথ। সেই পথ ছিল কষ্টের, অনিশ্চয়তার, তবুও তিনি সেই পথে হেঁটেছেন।