স্ট্রিম প্রতিবেদক

সকাল সাতটায় কেরানীগঞ্জ থেকে হোসেনি দালানে আসেন আছিয়া বেগম। স্বামী-সন্তানদের নিয়ে প্রথমেই ইমাম হুসাইনের সমাধির আদলে নির্মিত ‘তাজিয়া’ ছুঁয়ে প্রার্থনা করেন। লাল-সবুজ তিন কোণা নিশানা নিয়ে মিছিলে শামিল হওয়ার অপেক্ষায় তিনি। মিছিলে অংশ নেওয়া প্রায় সবাই কালো পোশাক পরা, খালি পা। চোখেমুখে বেদনার চিহ্ন।
সকাল ১০টায় মিছিলটি বের হয়। সব বয়সী মানুষের ‘হায় হোসেন হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। বুকে আঘাত করতে করতে মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির দিকে চলে যায়।
আজ ১০ মহররম। মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। আশুরা নামে পরিচিত দিনটি সারা বিশ্বে নানাভাবে পালিত হয়। ৬১ হিজরির ১০ মহররম কারবালার ময়দানে নবীদৌহিত্র ইমাম হুসাইন ইবনে আলী (রা.) সপরিবার নিহত হন। তাঁর শাহাদতের স্মরণে দিনটিতে শোক পালন করা হয়। পুরান ঢাকার হোসেনি দালানসহ সারা দেশের বিভিন্ন স্থান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়।

রবিবার সকালে চানখারপুল মোড় থেকে নাজিমুদ্দিন রোড ধরে এগিয়ে পশ্চিমে পাওয়া যায় সরু গলি। এ গলিতেই হোসেনি দালান ইমামবাড়া। ছয় বিঘা আয়তনের ইমামবাড়ার প্রবেশপথে পাওয়া যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। নিরাপত্তা তল্লাশি ফটক পেরিয়ে ভেতরে গেলে কালো পোশাকে নগ্ন পায়ে মানুষের যাতায়াত চোখে পড়ে। বেশিরভাগের হাতে লাল-সবুজ নিশান। অনেকে ফুল দিয়ে সাজাচ্ছিলেন পাকপাঞ্জা। বুড়িগঙ্গার ওপার থেকে এক নারী নিয়ে এসেছেন বেশ বড়সড় একটি মোরগ। পাশে দাঁড়িয়ে থাকা সেই নারীর স্বামী জানালেন, মোরগটি মানতের।
প্রবেশ ফটক ডিঙিয়ে ইমামবাড়ায় প্রবেশ করলে বাঁ পাশে কয়েকটি ঘোড়াকে গোসল করিয়ে যত্ম নিতে দেখা যায়। এর ভেতর রাজধানীর নানা প্রান্ত থেকে নিশান, পাকপাঞ্জা, ফুল নিয়ে ছোট ছোট দল এসে সমবেত হতে থাকে। অনেকে অজু করে মূল ভবনে ইবাদতে মশগুল হয়ে পড়েন। পুকুরপাড়ে বড় ডেকচিতে তখন খিচুড়ি রান্না হচ্ছিল। সাড়ে ৯টার পরে হোসেনি দালানের সামনে মাইকে শোকসঙ্গীত গাইতে থাকেন শিল্পীরা। সমবেত অনেকে গলা মেলান এসময়।
একজন সুর দিয়ে মাইকে ছোট কালেমা-বড় কালেমা পাঠ করেন। তার সঙ্গে অন্যরাও পাঠ করেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসুলুল্লাহ, আলিয়ুন ওলিয়ুল্লাহ’। ‘নূরে মুহাম্মদ ইমাম হুসেন, জান্নাতের চাবি আল্লাহ যাকে দিলেন’, ‘কিয়া খবর তুম না রহো, কিয়া খবর হাম না রহে’ গাইতে গাইতে মিছিলটি পথে নেমে আসে। মিছিল বা জুলুসে আরবিতে ‘ইয়া আলী’, ‘ইয়া ফাতিমা’, ‘ইয়া হোসাইন’, ‘ইয়া হাসান’, ‘ইয়া আব্বাস’, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ইত্যাদি লেখা ঝালর দেওয়া লাল, কালো, সাদা, সবুজ নিশান দেখা যায়। উঁচু নিশান ও পাকপাঞ্জা অনেক কসরত করে বিদ্যুতের তার বাঁচিয়ে এগিয়ে যায় মিছিল।
তাজিয়া মিছিলে কিতাব দেখে একজন সুর করে বিভিন্ন বিয়োগান্তক ও শোকসঙ্গীত গাইতে থাকেন। ‘মিল কর কাহো মুমিনো, হর কওম কি হ্যায় সদা আপনা হ্যায় আপনা হুসেন’ বলতে বলতে সবাই বুকে আঘাত করে মাতম করতে থাকেন। মিছিলে তরবারির প্রতীক থাকলেও ধারালো কোনো বস্তুর ব্যবহার ছিল না। মিছিলে মাঝখানে থাকা ঘোড়ার পায়ে জায়গায় জায়গায় দুধ ঢালতে দেখা গেছে। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অনেক নারী দই, শরবত, পানি পান করিয়েছেন।

সকাল সাতটায় কেরানীগঞ্জ থেকে হোসেনি দালানে আসেন আছিয়া বেগম। স্বামী-সন্তানদের নিয়ে প্রথমেই ইমাম হুসাইনের সমাধির আদলে নির্মিত ‘তাজিয়া’ ছুঁয়ে প্রার্থনা করেন। লাল-সবুজ তিন কোণা নিশানা নিয়ে মিছিলে শামিল হওয়ার অপেক্ষায় তিনি। মিছিলে অংশ নেওয়া প্রায় সবাই কালো পোশাক পরা, খালি পা। চোখেমুখে বেদনার চিহ্ন।
সকাল ১০টায় মিছিলটি বের হয়। সব বয়সী মানুষের ‘হায় হোসেন হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। বুকে আঘাত করতে করতে মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির দিকে চলে যায়।
আজ ১০ মহররম। মুসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। আশুরা নামে পরিচিত দিনটি সারা বিশ্বে নানাভাবে পালিত হয়। ৬১ হিজরির ১০ মহররম কারবালার ময়দানে নবীদৌহিত্র ইমাম হুসাইন ইবনে আলী (রা.) সপরিবার নিহত হন। তাঁর শাহাদতের স্মরণে দিনটিতে শোক পালন করা হয়। পুরান ঢাকার হোসেনি দালানসহ সারা দেশের বিভিন্ন স্থান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়।

রবিবার সকালে চানখারপুল মোড় থেকে নাজিমুদ্দিন রোড ধরে এগিয়ে পশ্চিমে পাওয়া যায় সরু গলি। এ গলিতেই হোসেনি দালান ইমামবাড়া। ছয় বিঘা আয়তনের ইমামবাড়ার প্রবেশপথে পাওয়া যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। নিরাপত্তা তল্লাশি ফটক পেরিয়ে ভেতরে গেলে কালো পোশাকে নগ্ন পায়ে মানুষের যাতায়াত চোখে পড়ে। বেশিরভাগের হাতে লাল-সবুজ নিশান। অনেকে ফুল দিয়ে সাজাচ্ছিলেন পাকপাঞ্জা। বুড়িগঙ্গার ওপার থেকে এক নারী নিয়ে এসেছেন বেশ বড়সড় একটি মোরগ। পাশে দাঁড়িয়ে থাকা সেই নারীর স্বামী জানালেন, মোরগটি মানতের।
প্রবেশ ফটক ডিঙিয়ে ইমামবাড়ায় প্রবেশ করলে বাঁ পাশে কয়েকটি ঘোড়াকে গোসল করিয়ে যত্ম নিতে দেখা যায়। এর ভেতর রাজধানীর নানা প্রান্ত থেকে নিশান, পাকপাঞ্জা, ফুল নিয়ে ছোট ছোট দল এসে সমবেত হতে থাকে। অনেকে অজু করে মূল ভবনে ইবাদতে মশগুল হয়ে পড়েন। পুকুরপাড়ে বড় ডেকচিতে তখন খিচুড়ি রান্না হচ্ছিল। সাড়ে ৯টার পরে হোসেনি দালানের সামনে মাইকে শোকসঙ্গীত গাইতে থাকেন শিল্পীরা। সমবেত অনেকে গলা মেলান এসময়।
একজন সুর দিয়ে মাইকে ছোট কালেমা-বড় কালেমা পাঠ করেন। তার সঙ্গে অন্যরাও পাঠ করেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসুলুল্লাহ, আলিয়ুন ওলিয়ুল্লাহ’। ‘নূরে মুহাম্মদ ইমাম হুসেন, জান্নাতের চাবি আল্লাহ যাকে দিলেন’, ‘কিয়া খবর তুম না রহো, কিয়া খবর হাম না রহে’ গাইতে গাইতে মিছিলটি পথে নেমে আসে। মিছিল বা জুলুসে আরবিতে ‘ইয়া আলী’, ‘ইয়া ফাতিমা’, ‘ইয়া হোসাইন’, ‘ইয়া হাসান’, ‘ইয়া আব্বাস’, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ ইত্যাদি লেখা ঝালর দেওয়া লাল, কালো, সাদা, সবুজ নিশান দেখা যায়। উঁচু নিশান ও পাকপাঞ্জা অনেক কসরত করে বিদ্যুতের তার বাঁচিয়ে এগিয়ে যায় মিছিল।
তাজিয়া মিছিলে কিতাব দেখে একজন সুর করে বিভিন্ন বিয়োগান্তক ও শোকসঙ্গীত গাইতে থাকেন। ‘মিল কর কাহো মুমিনো, হর কওম কি হ্যায় সদা আপনা হ্যায় আপনা হুসেন’ বলতে বলতে সবাই বুকে আঘাত করে মাতম করতে থাকেন। মিছিলে তরবারির প্রতীক থাকলেও ধারালো কোনো বস্তুর ব্যবহার ছিল না। মিছিলে মাঝখানে থাকা ঘোড়ার পায়ে জায়গায় জায়গায় দুধ ঢালতে দেখা গেছে। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অনেক নারী দই, শরবত, পানি পান করিয়েছেন।

প্রায় দেড় যুগ আগে বিএনপি ছেড়ে সেলিম যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। কিন্তু দলটির জাতীয় কমিটিতে জায়গা না পেয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর পাল্টা কমিটি গঠনের ঘোষণা দেন।
২ ঘণ্টা আগে
দুই শ আসনে জয়ী হলেও জামায়াত জাতীয় সরকার গঠন করতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি একথা বলেছেন।
৪ ঘণ্টা আগে
মুখে নানাজন নানা কথা বললেও বিএনপি ছাড়া কোনো দল দেশ গড়ার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা সরকার গঠন করলে নতুন করে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ভিন্নধর্ম থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। তবে নিজ দলের নারীদের প্রার্থী করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
৬ ঘণ্টা আগে