স্ট্রিম ডেস্ক

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এই দফায় ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা বেড়ে স্বর্ণের দামের নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। আজ আরেক দফায় বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় গিয়ে ঠেকল।
এই দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১২ হাজার ৫৯৭ টাকা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৮১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৭ হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের ৬ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৪৩ টাকা।
স্বর্ণ ও রৌপ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে হবে বলে ওই বিজ্ঞপ্তি জানানো হয়।
করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৮১ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার প্রথমবারের মতো ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে স্বর্ণের দাম।
খবরে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১৮ শতাংশেরও বেশি বেড়েছে। গত বছরের রেকর্ড বৃদ্ধির ধারাবাহিকতায় এই উত্থান হয়েছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে সুদহার কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক ‘ডি-ডলারাইজেশন’ প্রবণতার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ কেনা এর পেছনে কাজ করছে।

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এই দফায় ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা বেড়ে স্বর্ণের দামের নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। আজ আরেক দফায় বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় গিয়ে ঠেকল।
এই দুই দফায় ভালো মানের স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১২ হাজার ৫৯৭ টাকা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৮১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় বিক্রি হবে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৭ হাজার ৪০৬ টাকা ও ১৮ ক্যারেটের ৬ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৪৩ টাকা।
স্বর্ণ ও রৌপ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে হবে বলে ওই বিজ্ঞপ্তি জানানো হয়।
করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৮১ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার প্রথমবারের মতো ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে স্বর্ণের দাম।
খবরে বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১৮ শতাংশেরও বেশি বেড়েছে। গত বছরের রেকর্ড বৃদ্ধির ধারাবাহিকতায় এই উত্থান হয়েছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে সুদহার কমানোর প্রত্যাশা এবং বৈশ্বিক ‘ডি-ডলারাইজেশন’ প্রবণতার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি স্বর্ণ কেনা এর পেছনে কাজ করছে।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পেছাতে ব্যবসায়ীদের যুক্তিকে আমলে না নিয়ে, বরং তাঁদেরকে পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
১৭ ঘণ্টা আগে
দেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এই তালিকা থেকে ৩টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৮ ঘণ্টা আগে
দেশের কর–জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় নিতে এবং বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নে সুপারিশসহ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত টাস্কফোর্স।
১৯ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
২ দিন আগে