leadT1ad

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০: ০৬
নির্বাচন ঘিরে নাকশতা প্রতিরোধে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্ট্রিম গ্রাফিক

আসন্ন নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে জামিনে মুক্তি পাওয়া সন্দেহভাজনদের প্রতি কড়া নজর রাখা হয়েছে। জেলা, থানা ও ইউনিয়নে পর্যায়ে অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করছে নিরাপত্তা বাহিনী।

কারা কর্তৃপক্ষের তথ্যে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত উগ্রবাদী কার্যক্রমে জড়িতের মামলায় কারাগার থেকে তিন শতাধিক আসামি জামিনে মুক্তি পেয়েছেন। তাদের মধ্যে সন্দেহভাজন, বিচারাধীন, এমনকি যাবজ্জীবন সাজা পাওয়া আসামিও রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, এসব আসামি নির্বাচন ঘিরে নাশকতা করতে পারেন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নির্বাচন ঘিরে আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নেই।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্ট্রিমকে জানান, উগ্রবাদীদের সহিংসতার উসকানি যাতে না ঘটে, সেজন্য তারা বিশেষ নজরদারি করছেন। নির্বাচন ঘিরে নাশকতা এড়াতে পুলিশ, র‌্যাব, বিজিবির সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোও নিরলসভাবে কাজ করছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) বলছে, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংস্থাটির এসপি (মিডিয়া) মাহফুজুল আলম রাসেল স্ট্রিমকে জানান, অনলাইন বা অফলাইনে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রমের ওপর তারা সার্বক্ষণিক নজরদারি করেন। আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে হয়, সে ব্যাপারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এটিইউর প্রধান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সরকারের নির্দেশনা রয়েছে। আমরা উগ্রপন্থী সংগঠন নিয়ে কাজ করি। এজন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের গোয়েন্দারা অন্যদের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় শক্তিশালী বিস্ফোরণ হয়। প্রাণহানি না হলেও ভবন উড়ে যায়। নির্বাচন ঘিরে এমন ঘটনা বাড়ার আশঙ্কা প্রশ্নে রেজাউল করিম বলেন, ‘ঘটনাটিতে নির্বাচন প্রভাবিত করার প্রশ্নই আসে না। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার নিশ্চিতে উদগ্রীব। সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যালোচনা করছি।’

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, নির্বাচন ঘিরে যেকোনো সহিংসতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধী গ্রেপ্তার, ফ্যাসিস্ট দমন, ভোটারদের সুরক্ষা, সন্ত্রাসী নেটওয়ার্ক দুর্বল ও সহিংসতা এড়াতে যৌথবাহিনী সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান চালাচ্ছে। নির্বাচন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের মুখপাত্র (গণমাধ্যম) এআইজি এএইচএম শাহাদাত হোসাইন।

তিনি জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ অভিযান ও আইনি পদক্ষেপ নেবে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম স্ট্রিমকে জানান, পলাতক সন্ত্রাসী, জামিনে বের হওয়া দাগি আসামিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতকর্মীর গতিবিধি গোয়েন্দা নজরদারিতে রয়েছে। এ ছাড়া ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে।

নির্বাচন ঘিরে অপতৎপরতা ঠেকাতে অনলাইনেও নজরদারি বাড়িয়েছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান বলেন, আমরা অনলাইন প্ল্যাটফর্মের ওপর নজরদারি অব্যাহত রেখেছি। সাইবার পুলিশ কন্ট্রোল, সাইবার পেট্রোলিং ইউনিট ২৪ ঘণ্টা পরিস্থিতি মনিটর করছে। নির্বাচন ঘিরে যেকোনো উসকানি কিংবা অপতৎপরতার তথ্য পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত