স্ট্রিম প্রতিবেদক

দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
সোমবার (২৬ জানুয়ারি) বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে স্পিনিং মিলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ দাবি করা হয়। সভায় জানানো হয়, প্রতিবেশী দেশের ভর্তুকিপ্রাপ্ত সুতা শুল্কমুক্ত বন্ড সুবিধায় বাংলাদেশে আসায় দেশীয় মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে।
বিটিএমএ সভাপতি জানান, পার্শ্ববর্তী দেশের মিলগুলো সরকারের নানাবিধ প্রণোদনার কারণে প্রতি কেজি সুতা প্রায় ৩০ থেকে ৩৫ সেন্ট কম দামে বাংলাদেশে রপ্তানি করতে পারছে। গত এক বছরে ভারত থেকে সুতা আমদানি আগের বছরের তুলনায় ১৩৭ শতাংশ বেড়েছে। এর ফলে ইতিমধ্যে ৫০টি দেশীয় স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে এবং আরও ৫০টি মিল বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে প্রায় দুই লাখ শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান বাস্তবতায় শিল্প রক্ষায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সকল টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। মিল মালিকরা বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ১০ থেকে ৩০ কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিটিএমএ আশা প্রকাশ করে, সরকার দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষায় এগিয়ে আসবে।

দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
সোমবার (২৬ জানুয়ারি) বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের সভাপতিত্বে স্পিনিং মিলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ দাবি করা হয়। সভায় জানানো হয়, প্রতিবেশী দেশের ভর্তুকিপ্রাপ্ত সুতা শুল্কমুক্ত বন্ড সুবিধায় বাংলাদেশে আসায় দেশীয় মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে।
বিটিএমএ সভাপতি জানান, পার্শ্ববর্তী দেশের মিলগুলো সরকারের নানাবিধ প্রণোদনার কারণে প্রতি কেজি সুতা প্রায় ৩০ থেকে ৩৫ সেন্ট কম দামে বাংলাদেশে রপ্তানি করতে পারছে। গত এক বছরে ভারত থেকে সুতা আমদানি আগের বছরের তুলনায় ১৩৭ শতাংশ বেড়েছে। এর ফলে ইতিমধ্যে ৫০টি দেশীয় স্পিনিং মিল বন্ধ হয়ে গেছে এবং আরও ৫০টি মিল বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে প্রায় দুই লাখ শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান বাস্তবতায় শিল্প রক্ষায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সকল টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। মিল মালিকরা বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ১০ থেকে ৩০ কাউন্টের সুতা বন্ড সুবিধার বাইরে রাখার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিটিএমএ আশা প্রকাশ করে, সরকার দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান রক্ষায় এগিয়ে আসবে।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পেছাতে ব্যবসায়ীদের যুক্তিকে আমলে না নিয়ে, বরং তাঁদেরকে পেশাদার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
১ ঘণ্টা আগে
দেশের ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এই তালিকা থেকে ৩টি প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২ ঘণ্টা আগে
দেশের কর–জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় নিতে এবং বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নে সুপারিশসহ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে এ সংক্রান্ত টাস্কফোর্স।
২ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় মেলা ‘গালফফুড-২০২৬’-এ বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুবাইয়ে আয়োজিত এই মেলায় দেশীয় প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিপণন চলছে।
১ দিন আগে