leadT1ad

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া মন্ত্রণালয়ে, শিগগিরই অনুমোদন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২২: ২৩
রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তগুলো অন্তর্ভুক্ত করে পরিমার্জিত খসড়া অধ্যাদেশটি আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ অধ্যাদেশটি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে ভেটিং (মতামত নেওয়া) শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠন হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস গত ১ জানুয়ারি শুরু হয়েছে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের কাঠামো নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতবিরোধ আছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ায় শিক্ষা কার্যক্রম চারটি ভাগে পরিচালনার কথা বলা হয়। এই কাঠামোয় বিশ্ববিদ্যালয় ‘হাইব্রিড’পদ্ধতিতে পরিচালিত হওয়ার কথা ছিল; যেখানে ৩৫ থেকে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, বাকিগুলো হবে সশরীরে।

প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মতো মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কার কথা জানান। পাশাপাশি তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশ কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষার দাবিও করেন।

অন্যদিকে, কলেজগুলোর অন্য শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানিয়ে আসছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশের প্রথম প্রস্তাবিত খসড়া থেকে অনেকটা সরে এসেছে মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কলেজগুলো বর্তমান স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ হিসেবে কার্যক্রম চালাবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এক সময় এ কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। কলেজগুলো ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে কলেজগুলোর শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। গত বছরের ২৭ জানুয়ারি কলেজগুলোর অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় অবশ্য আজ বিজ্ঞপ্তিতে বলেছে, উচ্চশিক্ষার এ নতুন কাঠামোটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব এবং ধৈর্যশীল সহযোগিতা একান্ত কাম্য।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত