leadT1ad

শাবিপ্রবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার, আসনপ্রতি লড়বেন ৩৮ জন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২২: ৩১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এ ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৩৮ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বি’ ইউনিটের ৫৮১টি আসনের বিপরীতে মোট ২২ হাজার ২৭২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ঢাকা ও সিলেটে বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো—নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, বুয়েট স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স এবং আজিমপুর গার্লস স্কুল। এছাড়া ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস ও বয়েজ কলেজ, রায়হান স্কুল এবং মগবাজার গার্লস হাইস্কুলেও পরীক্ষা হবে।

সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও চারটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—পাঠানটুলা জামেয়া, মিরাবাজার জামেয়া, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চবিদ্যালয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত