স্ট্রিম সংবাদদাতা

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি এবং বাউল-ফকির-সুফিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।
এ সময় ‘হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘রাষ্ট্র তুমি দায় নাও, বাউলের ওপর হামলা থামাও’, ‘কথা বলার স্বাধীনতা, বাউলের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’, ‘ভিন্ন মতের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আমরা এই দেড় বছর ধরে দেখছি প্রতিনিয়ত মাজারে হামলা হচ্ছে। বাউলদের ওপর হামলা হচ্ছে। কিন্তু প্রতিটি ঘটনার বিপরীতে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ ধর্ম অবমাননার অভিযোগে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বাউলের মুক্তির দাবির আন্দোলনে জামায়াত-শিবিরের একটি মব হামলা চালায়। পুলিশের সামনেই কীভাবে বাউল ভক্তদের ওপর তারা হামলা করল? আমরা এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে মশাল মিছিল করেছি।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), জাবি শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, ‘আবুল সরকারের চার ঘণ্টার পালাগানের মাত্র চার মিনিটের একটি খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটি তাঁকে ডিহিউম্যানাইজ ও ভিকটিম হিসেবে উপস্থাপনের সুস্পষ্ট প্রচেষ্টা। এই দেশে বাউল, সুফি, ফকির, আস্তিক, নাস্তিকসহ সব মতের মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার রাখে। আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মানিকগঞ্জে তাঁর ভক্তদের ওপর হামলার বিচার করতে হবে।’

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি এবং বাউল-ফকির-সুফিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।
এ সময় ‘হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘রাষ্ট্র তুমি দায় নাও, বাউলের ওপর হামলা থামাও’, ‘কথা বলার স্বাধীনতা, বাউলের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’, ‘ভিন্ন মতের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আমরা এই দেড় বছর ধরে দেখছি প্রতিনিয়ত মাজারে হামলা হচ্ছে। বাউলদের ওপর হামলা হচ্ছে। কিন্তু প্রতিটি ঘটনার বিপরীতে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ ধর্ম অবমাননার অভিযোগে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বাউলের মুক্তির দাবির আন্দোলনে জামায়াত-শিবিরের একটি মব হামলা চালায়। পুলিশের সামনেই কীভাবে বাউল ভক্তদের ওপর তারা হামলা করল? আমরা এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে মশাল মিছিল করেছি।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), জাবি শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, ‘আবুল সরকারের চার ঘণ্টার পালাগানের মাত্র চার মিনিটের একটি খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটি তাঁকে ডিহিউম্যানাইজ ও ভিকটিম হিসেবে উপস্থাপনের সুস্পষ্ট প্রচেষ্টা। এই দেশে বাউল, সুফি, ফকির, আস্তিক, নাস্তিকসহ সব মতের মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার রাখে। আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মানিকগঞ্জে তাঁর ভক্তদের ওপর হামলার বিচার করতে হবে।’

২০১৯ সাল থেকে প্রতিবছর ২৪ জানুয়ারি পালিত হয় ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন।
২ দিন আগে
শিশুদের কল্পনার মহাকাশকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দিতে এবং মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করে তুলতে ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘নাসা অ্যাস্ট্রো ক্যাম্প–৩’।
৩ দিন আগে
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’– এর খসড়া চূড়ান্ত হয়েছে। এটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৮ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাঁরা এ সম্মাননা পান।
৮ দিন আগে