leadT1ad

শিক্ষকদের দলীয় রাজনীতিতে না জড়ানোর আহ্বান শিক্ষা উপদেষ্টার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮: ৩১
২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি; সংগৃহীত

শিক্ষকদের দলীয় রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে জড়িয়ে পেশাগত আত্মমর্যাদা ক্ষুণ্ন না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেছেন, শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়, বরং একটি আজীবন দায়িত্ব ও ব্রত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে শিক্ষকরাই হচ্ছেন ভবিষ্যৎ নির্মাতাদের নির্মাতা। এই মহান দায়িত্ব পালনের মাধ্যমেই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।

শিক্ষকতার সম্মান স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না উল্লেখ করে সি আর আবরার বলেন, নিজের আচরণ, পেশাদারত্ব ও নৈতিকতার মাধ্যমে এটি অর্জন করতে হয়। তিনি বলেন, ‘শিক্ষকতার সম্মান প্রতিনিয়ত রক্ষা ও নবায়ন করতে হয়।’

শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, পাঠদান এমন হতে হবে যেন শিক্ষার্থীরা শিক্ষকের দক্ষতার প্রতি আস্থা পায়। শিক্ষার্থীদের যেকোনো প্রশ্ন সাবলীল ও সম্মানজনকভাবে গ্রহণ করে উত্তর দেওয়া শিক্ষকের দায়িত্ব। তিনি শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সঙ্গে মানবিক যোগাযোগ ও কুশল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সি আর আবরার বলেন, ‘শিক্ষাদানের লক্ষ্য কেবল মেধাবীদের এগিয়ে নেওয়া নয়; বরং যারা পিছিয়ে আছে, তাদের শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সামনে নিয়ে আসাই একজন শিক্ষকের প্রকৃত সাফল্য।’

Ad 300x250

সম্পর্কিত