সৈকত আমীন

তেত্রিশ বছর। একটি ক্যাম্পাসের জন্য কত লম্বা সময়! শেষবার যখন জাকসু নির্বাচন হয়েছিল, তখন এমন অনেক প্রাণী এই পৃথিবীতে ছিল, যারা এখন বিলুপ্ত; কিংবা এমন অনেক মেরুদণ্ডওয়ালা বিশ্ববিদ্যালয় ছিল, যারাও আজ বিলুপ্ত।
তেত্রিশ বছর লম্বা সময়। তখন জন্ম নেওয়া যেকোনো শিশু এত দিনে এমফিল-পিএইচডি করে নামের আগে ড-এ ডট লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হয়ে যেতে পারত। অথচ এই দীর্ঘ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল কেবল প্রতিশ্রুতির মালা, নাম যার—জাকসু নির্বাচন।
১৯৯২ সালের পর থেকে ছাত্র সংসদ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গিয়েছিল গণতন্ত্রের জাদুঘরে। জাকসু হয়ে গিয়েছিল হারানো দিনের পুরোনো স্মৃতি, পুরোনো অ্যালবামের হলুদ হয়ে যাওয়া ছবির মতো। মাঝেমধ্যে অবশ্য ক্ষমতাসীনেরা ‘শীঘ্রই নির্বাচন হবে’ বলে গালগপ্প আর গুজব ছড়াতেন। তখন প্রশাসন অতি অবশই টেবিলে ফাইল চাপা দিত। আর শিক্ষকেরাও আরামসে চা-সিগারেট টেনে দার্শনিক আলোচনায় ব্যস্ত হয়ে পড়তেন। একসময় সবাই ধরে নিল, জাকসু নির্বাচনের অস্তিত্ব ঠিক তেমনই, যেমন অস্তিত্ব আছে রূপকথার পক্ষীরাজের।
কিন্তু ২০২৫ সালে সত্যিই দেখা গেল নির্বাচনের হাঁকডাক। ২৯ জুন বের হলো তফসিল। ছাত্রদের বলা হলো, ‘জাকসু আসছে, জাকসু আসছে, সবাই যার যার অবস্থান থেকে নিজ নিজ প্যানেল নিয়ে ঝাঁপিয়ে পড়ুন।‘
ক্যাম্পাসে বসে কেউ ভাবল, আসছে নতুন সূর্যোদয় আসছে, তাকে ছেড়ে দিতে হবে স্থান…। কেউ আবার হাসতে হাসতে বলল, 'এই সূর্যের আলো আসছে জেনারেটরের তেল থেকে।‘
জাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশিত হলো এমনভাবে, যেন দুর্যোগের গ্রামে চেয়ারম্যানের করা ত্রাণের তালিকা। ১১ হাজার ৯১৯ জন ভোটার। এ তালিকায় কারও নাম বাদ পড়ল, হৃদয়ে নাম লেখার মতো করে কারও নাম লেখা হলো দুইবার। আর তখন প্রশাসন বলল, ‘ভুল তো হতেই পারে।‘ কিন্তু ছাত্ররা কি ছাড়ে! তারা বলল, ‘ভুল না, বাংলা ভাষায় এর নাম স্বজনপ্রীতি।‘
১১ সেপ্টেম্বর। ভোটের দিন। সকালে লম্বা লাইন, অবশেষে সত্যি সত্যিই নির্বাচন হচ্ছে! ছাত্ররা ভোট দিল, কিন্তু বিকেলের আগেই শুরু হলো আসল নাটক। এক কেন্দ্রে বাক্স ফাঁকা, অন্য কেন্দ্রে একজন ভোটার দাঁড়িয়ে আছে আরেকজনের প্রক্সি দিতে। বাইরে রাজনৈতিক নেতাদের পদচারণা, যেন পুরো নির্বাচনটা তাদেরই নাট্যমঞ্চ। যেন সবুজ ক্যাম্পাসের `গণতন্ত্র‘কে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তুলতে এসেছেন সবাই!
এই নাটক দেখে কমিশনের সদস্যরা একে একে পদত্যাগ করতে শুরু করলেন। তাঁরা বললেন, অভিযোগ শুনানি ছাড়া ভোট গণনা চলতে পারে না। এটা নির্বাচন না, কারচুপির উৎসব।
কিন্তু মজার ব্যাপার, কমিশনাররা পদত্যাগ করলেও ভোট গণনা চলল অবিরাম। কারণ, গুরু বলে গিয়েছেন ‘শো মাস্ট গো অন’।
এরপর গণনার নাটক শেষ হলো ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায়। সিনেট হলে ঘোষণা করা হলো ফলাফল। প্রধান কমিশনার দাঁড়িয়ে বললেন, ‘আমরা সফল হয়েছি।‘ দেখুন, সমন্বিত শিক্ষার্থী জোট ২৫ পদের ২১টি দখল করতে পেরেছে।
যাঁরা ত্রিশ-তিন বছর অপেক্ষা করেছিলেন, তারা পেলেন এক চরম কৌতুক। ছাত্ররা ভোট দিলো গণতন্ত্রের আশায়, কিন্তু পেল টান টান তামাশার সার্কাস। শিবির জিতল, প্রশাসনও কি জিতল? ছাত্ররা শুধু দাঁড়িয়ে থাকলো মাঠে—যেন কোনো নাটকের এক্সট্রা চরিত্র তারা।
জাকসুর এই নির্বাচন আমাদের মনে করিয়ে দিল পাড়া-মহল্লার টুর্নামেন্টের কথা। যেখানে অনেক দল অংশ নিলেও শেষপর্যন্ত কমিটির দলই জেতে। কিংবা মনে করিয়ে দিল সেই জুয়ার টেবিলের কথা, যেখানে ভাগ্যের চাকা ঘোরে, কিন্তু শেষপর্যন্ত জেতে ক্যাসিনোমালিক নিজেই!

তেত্রিশ বছর। একটি ক্যাম্পাসের জন্য কত লম্বা সময়! শেষবার যখন জাকসু নির্বাচন হয়েছিল, তখন এমন অনেক প্রাণী এই পৃথিবীতে ছিল, যারা এখন বিলুপ্ত; কিংবা এমন অনেক মেরুদণ্ডওয়ালা বিশ্ববিদ্যালয় ছিল, যারাও আজ বিলুপ্ত।
তেত্রিশ বছর লম্বা সময়। তখন জন্ম নেওয়া যেকোনো শিশু এত দিনে এমফিল-পিএইচডি করে নামের আগে ড-এ ডট লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হয়ে যেতে পারত। অথচ এই দীর্ঘ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল কেবল প্রতিশ্রুতির মালা, নাম যার—জাকসু নির্বাচন।
১৯৯২ সালের পর থেকে ছাত্র সংসদ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গিয়েছিল গণতন্ত্রের জাদুঘরে। জাকসু হয়ে গিয়েছিল হারানো দিনের পুরোনো স্মৃতি, পুরোনো অ্যালবামের হলুদ হয়ে যাওয়া ছবির মতো। মাঝেমধ্যে অবশ্য ক্ষমতাসীনেরা ‘শীঘ্রই নির্বাচন হবে’ বলে গালগপ্প আর গুজব ছড়াতেন। তখন প্রশাসন অতি অবশই টেবিলে ফাইল চাপা দিত। আর শিক্ষকেরাও আরামসে চা-সিগারেট টেনে দার্শনিক আলোচনায় ব্যস্ত হয়ে পড়তেন। একসময় সবাই ধরে নিল, জাকসু নির্বাচনের অস্তিত্ব ঠিক তেমনই, যেমন অস্তিত্ব আছে রূপকথার পক্ষীরাজের।
কিন্তু ২০২৫ সালে সত্যিই দেখা গেল নির্বাচনের হাঁকডাক। ২৯ জুন বের হলো তফসিল। ছাত্রদের বলা হলো, ‘জাকসু আসছে, জাকসু আসছে, সবাই যার যার অবস্থান থেকে নিজ নিজ প্যানেল নিয়ে ঝাঁপিয়ে পড়ুন।‘
ক্যাম্পাসে বসে কেউ ভাবল, আসছে নতুন সূর্যোদয় আসছে, তাকে ছেড়ে দিতে হবে স্থান…। কেউ আবার হাসতে হাসতে বলল, 'এই সূর্যের আলো আসছে জেনারেটরের তেল থেকে।‘
জাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশিত হলো এমনভাবে, যেন দুর্যোগের গ্রামে চেয়ারম্যানের করা ত্রাণের তালিকা। ১১ হাজার ৯১৯ জন ভোটার। এ তালিকায় কারও নাম বাদ পড়ল, হৃদয়ে নাম লেখার মতো করে কারও নাম লেখা হলো দুইবার। আর তখন প্রশাসন বলল, ‘ভুল তো হতেই পারে।‘ কিন্তু ছাত্ররা কি ছাড়ে! তারা বলল, ‘ভুল না, বাংলা ভাষায় এর নাম স্বজনপ্রীতি।‘
১১ সেপ্টেম্বর। ভোটের দিন। সকালে লম্বা লাইন, অবশেষে সত্যি সত্যিই নির্বাচন হচ্ছে! ছাত্ররা ভোট দিল, কিন্তু বিকেলের আগেই শুরু হলো আসল নাটক। এক কেন্দ্রে বাক্স ফাঁকা, অন্য কেন্দ্রে একজন ভোটার দাঁড়িয়ে আছে আরেকজনের প্রক্সি দিতে। বাইরে রাজনৈতিক নেতাদের পদচারণা, যেন পুরো নির্বাচনটা তাদেরই নাট্যমঞ্চ। যেন সবুজ ক্যাম্পাসের `গণতন্ত্র‘কে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তুলতে এসেছেন সবাই!
এই নাটক দেখে কমিশনের সদস্যরা একে একে পদত্যাগ করতে শুরু করলেন। তাঁরা বললেন, অভিযোগ শুনানি ছাড়া ভোট গণনা চলতে পারে না। এটা নির্বাচন না, কারচুপির উৎসব।
কিন্তু মজার ব্যাপার, কমিশনাররা পদত্যাগ করলেও ভোট গণনা চলল অবিরাম। কারণ, গুরু বলে গিয়েছেন ‘শো মাস্ট গো অন’।
এরপর গণনার নাটক শেষ হলো ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায়। সিনেট হলে ঘোষণা করা হলো ফলাফল। প্রধান কমিশনার দাঁড়িয়ে বললেন, ‘আমরা সফল হয়েছি।‘ দেখুন, সমন্বিত শিক্ষার্থী জোট ২৫ পদের ২১টি দখল করতে পেরেছে।
যাঁরা ত্রিশ-তিন বছর অপেক্ষা করেছিলেন, তারা পেলেন এক চরম কৌতুক। ছাত্ররা ভোট দিলো গণতন্ত্রের আশায়, কিন্তু পেল টান টান তামাশার সার্কাস। শিবির জিতল, প্রশাসনও কি জিতল? ছাত্ররা শুধু দাঁড়িয়ে থাকলো মাঠে—যেন কোনো নাটকের এক্সট্রা চরিত্র তারা।
জাকসুর এই নির্বাচন আমাদের মনে করিয়ে দিল পাড়া-মহল্লার টুর্নামেন্টের কথা। যেখানে অনেক দল অংশ নিলেও শেষপর্যন্ত কমিটির দলই জেতে। কিংবা মনে করিয়ে দিল সেই জুয়ার টেবিলের কথা, যেখানে ভাগ্যের চাকা ঘোরে, কিন্তু শেষপর্যন্ত জেতে ক্যাসিনোমালিক নিজেই!

দোহারের ইকরাশি গ্রামের শান্তি রানী পাল। বয়স ৯২ বছর। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। চোখের আলো কমে গেছে, গলার স্বরও ভেঙে গেছে; তবু সংসারের চাকাকে সচল রাখতে আদি পেশা হিসেবে কুমারের কাজ করে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে
জেনে অবাক হবেন যে শত বছর আগে বৃহত্তর বগুড়া অঞ্চলে বন্যপ্রাণী বাস করত। কোন কোন বন্যপ্রাণী ও পাখি সেখানে ছিল? নদী, জলাভূমি ও পুকুরে কী কী মাছ পাওয়া যেত? ১৯১০ সালে প্রকাশিত জে এন গুপ্ত-এর পূর্ববঙ্গ ও আসামের ডিস্ট্রিক্ট গেজেটিয়ার (বগুড়া) থেকে অনুবাদ করেছেন ভূ-পর্যটক তারেক অণু।
২০ ঘণ্টা আগে
আজ ২৫ জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। সাহিত্যিক হিসেবে সাহিত্য-পরিসরে শতবর্ষ পরেও তিনি বেঁচে আছেন সক্রিয়তার ভেতর দিয়েই। এও সত্য যে, তাঁকে নিয়ে তাঁর কালেই তো বেশ জোরজারের সাথে চর্চা হয়েছে। পরবর্তী সময়ে ধুন্ধুমারভাবে প্রভাবিত করে গেছেন বিচিত্র ধারার সাহিত্যের লোকজনকে। এসবের পরও সেইকালে মধুসূদন
১ দিন আগে
হাতে বই কিংবা অফিসের গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে মনোযোগ ধরে রাখার চেষ্টা করলেও কিছুক্ষণ পরই চোখ চলে যায় স্মার্টফোনে। সিনেমা দেখতে বসেও কয়েক মিনিটের মধ্যে অন্য কনটেন্টে চলে যাওয়ার অভ্যাস এখন পরিচিত দৃশ্য। এই অস্থির মনোযোগ ও দ্রুত বিষয় বদলের প্রবণতাকেই আধুনিক মনোবিজ্ঞানে বলা হচ্ছে ‘পপকর্ন ব্রেইন’।
২ দিন আগে