leadT1ad

নারীদের বন্দি করতে তালা কেনার এত টাকা জামায়াতের নেই: আমির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুষ্টিয়া

কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। স্ট্রিম ছবি

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যাটায়ার করে দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নারীদের ঘরে বন্দি করার মতো তালা কেনার এত টাকা তাদের নেই।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি বলেেন, ‘অনেকেই বলে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের বাইরে বেরোতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে। তাদের উদ্দেশে বলতে চাই- নারীরা আমাদের মা-বোন। তাদের ঘরে বন্দি করতে হলে অনেক তালা কিনতে হবে, যা জামায়াতের পক্ষে কেনা সম্ভব না। এত টাকা আমাদের নেই।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, যে দেশ নারী-পুরুষের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দেবে। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে। তারা যেন যৌবনের শক্তি দিয়ে দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘এ দেশ সবার, শুধু আমাদের না। আমাদের নেতাদের খুন করা হলো, মামলা দেওয়া হলো, দফায়-দফায় জেলে দেওয়া হলো, অফিস বন্ধ করে রাখা হলো, ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, শেষ পর্যন্ত আমাদের নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা ২০২৪ সালের ৫ আগস্ট রাতেই ঘোষণা দিলাম, কারও ওপর প্রতিশোধ নেব না। অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকেও আসামি করিনি।’

বুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীর হত্যাকাণ্ডের শিকার কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদকে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সে (আবরার ফাহাদ) নিজেই একটি বিদ্রোহী বিপ্লবের নাম। সে আধিপত্যের বিরুদ্ধে কলম ধরেছিল, এটাই তাঁর অপরাধ। এজন্য নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান প্রমাণ করে দিয়েছে আমাদের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না।’

কুষ্টিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদী খনন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, ‘পদ্মা-গড়াই নদীময় মরুভূমি। ওপার থেকে পানি আসে বলে কখনো পানি নদীতে থাকে না। আবার পানি দুই কুল উপচে সবকিছু তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙনের কবলে পড়ে বহু মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। নদী আল্লাহর নিয়ামত। আল্লাহর এই নিয়ামতকে তিলে তিলে এ দেশে খুন করা হয়েছে। নদী খননের জন্য প্রতিবছর বাজেট থাকে। এই টাকা মুখ দিয়ে ঢুকে পেটের মধ্যে চলে যায়, নদীর বালি আর ওঠে না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত