leadT1ad

নওগাঁ-৬

‘বাংলা ভাইয়ের’ জনপদ এখন উন্নয়ন ও সুশাসনের প্রতীক্ষায়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নওগাঁ

আত্রাই নদীর ওপর সেতু। স্ট্রিম ছবি

উত্তরের জনপদ নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। এক সময় এই জনপদটি সর্বহারা, বাংলা ভাই ও জেএমবির মতো উগ্রবাদী গোষ্ঠীর তান্ডব ও রক্তাক্ত অধ্যায়ের জন্য পরিচিত ছিল। কৃষিনির্ভর এই অঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় জর্জরিত স্থানীয়রা। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাই আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে রাস্তাঘাট, কৃষি সংকট ও নাগরিক সুযোগ-সুবিধার প্রশ্ন।

নির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন মাঠ। তবে ভোটাররা বলছেন, অতীতেও এমন অনেক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অনেক সমস্যার সমাধান হয়নি। তাই এবার তাঁরা কেবল কথায় নয়, বরং কাজে বিশ্বাসী এবং নাগরিক সমস্যা সমাধানে দৃশ্যমান উদ্যোগ নিতে পারবেন, এমন জনপ্রতিনিধিকেই বেছে নিতে চান।

রাণীনগর উপজেলার আবাদপুকুর এলাকার ভোটার রহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেশির ভাগ এলাকার রাস্তার বেহাল দশা। আধুনিক যুগে এমনটা কাম্য নয়। আমরা এবার কোনো প্রতিশ্রুতির বাণীতে ভুলব না; যে সঠিকভাবে উন্নয়ন করবে, তাকেই ভোট দেব।’

আত্রাইয়ের জামগ্রামের সাইদুল ইসলাম আক্ষেপ করে বলেন, দুটি ব্রিজ আজও হয়নি, কাঁচা রাস্তাগুলো পাকা করার দরকার ছিল। অন্যদিকে তিলাবদুরী গ্রামের ভবেশ চন্দ্রের দাবি, দুই উপজেলা মিলে একটি পৌরসভা গঠন করা এবং কৃষি মৌসুমে সারের সংকট দূর করা।

আসন্ন নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—বিএনপি মনোনীত প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির, জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির আতিকুর রহমান রতন।

নির্বাচনী প্রস্তুতি নিয়ে শেখ রেজাউল ইসলাম রেজু বলেন, ‘ভোটারদের প্রত্যাশাকে সম্মান জানাই। জয়ী হলে আপ্রাণ চেষ্টা করব তাঁদের দাবি পূরণ করতে।’

জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম বলেন, ‘জনগণের চাওয়াগুলো খুবই যৌক্তিক। এগুলো পূরণ করা আমার নৈতিক দায়িত্ব। আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।’

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির তাঁর অতীত কাজের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমি চারবারের এমপি ছিলাম, তখন ব্যাপক উন্নয়ন করেছি। এবারও জয়ী হলে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়ব এবং আত্রাই-রাণীনগরের উন্নয়ন নিশ্চিত করব।’

নওগাঁ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৫০ জন এবং নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৬১ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ১১৫টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত