স্ট্রিম ডেস্ক

দেশে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ-সংক্রান্ত ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর আগারগাঁও আইসিটি বিভাগের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এটি উদ্বোধন করেন। তিনি জানান, সফটওয়্যারের মাধ্যমে ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে নিতে পারবেন। একই সঙ্গে প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে। এই ডেটাবেজ ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে আবেদন ফি, নবায়ন ফি, প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট হয়রানি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ডিওআইসিটির ২৯ প্রকৌশলী আইডি ভেরিফিকেশনে একটি রিসোর্স পুল হিসেবে দায়িত্ব পালন করবেন। কারিগরি সহায়তার জন্য চারজন সাপোর্ট এক্সপার্ট, শেয়ারড রিসোর্স পুল হিসেবে ফ্রিল্যান্সারদের সহযোগিতা করবেন।
বিশেষ সহকারী বলেন, খুব শিগগির এপিআইভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে। এপিআই ভেরিফিকেশনের দুই স্তর নিয়ে কমিউনিটির সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানান তিনি। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইতোমধ্যে সাইটের ভিএপিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকেই সাইন আপ এবং ফ্রিল্যান্সার আইডির জন্য ইউআরএল freelancers.gov.bd– এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।
উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিল্যান্সারের ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে ফ্রিল্যান্সার কমিউনিটি লিডার ও বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।
ফ্রিল্যান্সার কমিউনিটি লিডাররা স্বীকৃত পেমেন্ট মেথডে বার্ষিক ৫০ ডলারের মার্জিনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি ফাইভার বা আপওয়ার্কে আয়ের ভিত্তিতে ফ্রিল্যান্সারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করার একটি প্রস্তাব দিয়েছেন। ফ্রেশ: বছরে ৫০ ডলার পর্যন্ত; চ্যালেঞ্জার: বছরে ৫০ থকে ৫ হাজার ডলার এবং লিডার: বছরে ৫ হাজার ডলারের বেশি।
প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে জানিয়ে বিশেষ সহকারী বলেন, freelancers.gov.bd ব্যতীত অন্য সব ভুয়া ওয়েবসাইট বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের পরিচয় যাচাই সহজ হবে, ব্যাংকিং ও ভিসা-সংক্রান্ত জটিলতা কমবে এবং দেশের ফ্রিল্যান্সিং খাত আরও স্বচ্ছ ও গতিশীল হবে।
আগে যেসব ফ্রিল্যান্সার অর্থ দিয়ে প্রতারিত হয়েছেন তাদের বিষয়ে আইসিটি বিভাগের পদক্ষেপ বিষয়ে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ বলেন, কেউ অভিযোগ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্ল্যাটফর্ম উদ্বোধনের পর উপস্থিত এক ফ্রিল্যান্সারের পরিচয়পত্রের আবেদন অনুমোদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঞা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ প্রমুখ।

দেশে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ-সংক্রান্ত ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর আগারগাঁও আইসিটি বিভাগের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এটি উদ্বোধন করেন। তিনি জানান, সফটওয়্যারের মাধ্যমে ফ্রিল্যান্সারদের জন্য স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে নিতে পারবেন। একই সঙ্গে প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে। এই ডেটাবেজ ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। উদ্যোগের অংশ হিসেবে আবেদন ফি, নবায়ন ফি, প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট হয়রানি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ডিওআইসিটির ২৯ প্রকৌশলী আইডি ভেরিফিকেশনে একটি রিসোর্স পুল হিসেবে দায়িত্ব পালন করবেন। কারিগরি সহায়তার জন্য চারজন সাপোর্ট এক্সপার্ট, শেয়ারড রিসোর্স পুল হিসেবে ফ্রিল্যান্সারদের সহযোগিতা করবেন।
বিশেষ সহকারী বলেন, খুব শিগগির এপিআইভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে। এপিআই ভেরিফিকেশনের দুই স্তর নিয়ে কমিউনিটির সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানান তিনি। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইতোমধ্যে সাইটের ভিএপিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকেই সাইন আপ এবং ফ্রিল্যান্সার আইডির জন্য ইউআরএল freelancers.gov.bd– এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।
উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিল্যান্সারের ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে ফ্রিল্যান্সার কমিউনিটি লিডার ও বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি।
ফ্রিল্যান্সার কমিউনিটি লিডাররা স্বীকৃত পেমেন্ট মেথডে বার্ষিক ৫০ ডলারের মার্জিনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। পাশাপাশি ফাইভার বা আপওয়ার্কে আয়ের ভিত্তিতে ফ্রিল্যান্সারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করার একটি প্রস্তাব দিয়েছেন। ফ্রেশ: বছরে ৫০ ডলার পর্যন্ত; চ্যালেঞ্জার: বছরে ৫০ থকে ৫ হাজার ডলার এবং লিডার: বছরে ৫ হাজার ডলারের বেশি।
প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে জানিয়ে বিশেষ সহকারী বলেন, freelancers.gov.bd ব্যতীত অন্য সব ভুয়া ওয়েবসাইট বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের পরিচয় যাচাই সহজ হবে, ব্যাংকিং ও ভিসা-সংক্রান্ত জটিলতা কমবে এবং দেশের ফ্রিল্যান্সিং খাত আরও স্বচ্ছ ও গতিশীল হবে।
আগে যেসব ফ্রিল্যান্সার অর্থ দিয়ে প্রতারিত হয়েছেন তাদের বিষয়ে আইসিটি বিভাগের পদক্ষেপ বিষয়ে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ বলেন, কেউ অভিযোগ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্ল্যাটফর্ম উদ্বোধনের পর উপস্থিত এক ফ্রিল্যান্সারের পরিচয়পত্রের আবেদন অনুমোদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঞা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ প্রমুখ।

যুব উন্নয়ন অধিদপ্তরে লোকবল নিয়োগ দিচ্ছে। চাকরিতে আগ্রহী প্রার্থীদেরকে হতে হবে স্নাতক পাস অথবা সমমান ডিগ্রীধারী। আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যাঞ্চ অ্যাকাউন্টস অফিসার, ফিন্যান্স ও অ্যাকাউন্টস ও হিউম্যানটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামে জনবল নিয়োগের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।
১৫ ডিসেম্বর ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ছয়টি বিভাগের প্রার্থীরা আগামী ৮ নভেম্বর থেকে এ পদে অনলাইনে আবেদন করতে পারবেন।
০৬ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করেছে।
২৩ অক্টোবর ২০২৫