leadT1ad

ভেনেজুয়েলায় হামলা, ট্রাম্পের জবাবদিহি চায় ইরান

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৯: ৪৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সামরিক হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ইরান। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন অভিহিত করেছে।

তেহরান এটিকে জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারার সম্পূর্ণ পরিপন্থী। ইরান এই হামলাকে ‘নিখুঁত আগ্রাসনের উদাহরণ (টেক্সট বুক এক্সামপল) বলেছে।

তেহরান বলেছে, জাতিসংঘ ও আইনের শাসনে বিশ্বাসী সব রাষ্ট্রের উচিত অবিলম্বে এই হামলার নিন্দা জানানো এবং বেআইনি আগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভেনেজুয়েলার আত্মরক্ষা ও ভাগ্য নির্ধারণের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে তারা।

এর আগে শনিবার ভোরে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

রয়টার্স বলছে, ভেনেজুয়েলা সরকার মাদুরোর আটক বা দেশত্যাগের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে বলেন, ‘স্বাধীন, স্বতন্ত্র ও সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সেনাদের উপস্থিতি প্রত্যাখ্যান করছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কারণ জনগণের ঐক্যের মধ্যেই আমরা প্রতিরোধ করার শক্তি খুঁজে পাব।’

Ad 300x250

সম্পর্কিত