leadT1ad

এবার নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী হামলা’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০: ৪৬
নাইজেরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

সিরিয়ার পর এবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই হামলা চালানো হয়। তবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশি প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট আইএসকে ‘জঘন্য সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন। গোষ্ঠীটির বিরুদ্ধে নিরীহ খ্রিস্টানদের লক্ষ্য করে নির্মম হত্যাযজ্ঞ চালানোর অভিযোগও করেছেন তিনি।

এর আগে গত ১৯ ডিসেম্বর মার্কিন দুই সেনা হত্যার প্রতিশোশের অংশ হিসেবে সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা ‘অসংখ্য নিখুঁত হামলা’ চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়ার সহযোগিতায় দেশটির সোকোটো রাজ্যে বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।

অন্যদিকে, নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা টুগ্গার বলেছেন, ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে এটা ছিল ‘যৌথ অভিযান’। ‘নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’।

আবারও হামলা চালানো হবে কিনা সেই সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ না করে তিনি বলেছেন, এটা নির্ভর করছে দুই দেশের নেতৃত্বের এই ব্যাপারে নেওয়া সিদ্ধান্তের ওপর।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, আমার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র উগ্রপন্থি ইসলামী সন্ত্রাসবাদকে বাড়তে দেবে না।

এর আগে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইসলামিক জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণের জন্য নাইজেরিয়ায় পদক্ষেপ নিতে প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি কোনো হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক মাসগুলিতে কিছু ডানপন্থি মার্কিন মহলে নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার সমর্থন ও সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নাইজেরিয়াতে মূলত ফুলানি জাতিগোষ্ঠীর মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যে সহিংসতা হয়েছে। কিন্তু এই সংঘাত ধর্মের কারণে নয়। মূল সমস্যা হলো জমি, চারণভূমি ও পানির অধিকার। সহিংসতা পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলিও বলছে, দেশটিতে মুসলমানদের তুলনায় খ্রিস্টানদের বেশি হত্যা করা হচ্ছে এমন কোনো প্রমাণ নেই। বিশ্বের বিরল খনিজের প্রায় ৩০ শতাংশ আফ্রিকায় রয়েছে। চলতি বছরের জুলাইয়ে হোয়াইট হাউসে যাওয়া পাঁচ আফ্রিকান প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলোচনার মূল বিষয়ও ছিল খনিজ। অন্য দেশের সম্পদের দিকে ট্রাম্পের নজর পড়া নতুন নয়।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলেছে। এই অভিযোগে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা যে বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ থাকা দেশ এটা প্রমাণিত। তাই দেশটির অভিযোগ, ওয়াশিংটন ওই প্রাকৃতিক সম্পদ চুরির চেষ্টা করছে।

Ad 300x250

সম্পর্কিত