স্ট্রিম ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো অঙ্গরাজ্যে এক নৌকাডুবির ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নৌকাটি ৫০ জন যাত্রী নিয়ে স্থানীয় খাদ্যপণ্যের গোরোনিও বাজারে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
গতকাল রোববার (১৭ আগস্ট) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের সোকোটো কার্যালয় থেকে একটি উদ্ধার দল পাঠানো হয়েছে। সংস্থার মহাপরিচালক জুবাইদা উমর বলেন, ‘৫০ যাত্রীবাহী একটি নৌকা গোরোনিও বাজারে যাওয়ার সময় ডুবে গেছে, এমন খবর পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি।’
সংস্থাটি আরও জানায়, এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে ৪০ জনেরও বেশি যাত্রী এখনো নিখোঁজ।
এক কর্মকর্তার বরাতে নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যম দ্য পাঞ্চ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। সোকোটো অঞ্চলের নদী-সংলগ্ন গ্রামগুলোতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।
নাইজেরিয়ায় নৌকাডুবি নতুন কিছু নয়, বিশেষত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে নদী ও হ্রদ ফুলে ওঠায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
২০২৪ সালের আগস্ট মাসেই সোকোটোতে ধানখেতে যাওয়ার পথে কৃষকদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৬ জন প্রাণ হারান। গত মাসে নাইজার অঙ্গরাজ্যে ১০০ যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিহত হন ও আরও অনেকে নিখোঁজ হন।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো অঙ্গরাজ্যে এক নৌকাডুবির ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নৌকাটি ৫০ জন যাত্রী নিয়ে স্থানীয় খাদ্যপণ্যের গোরোনিও বাজারে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
গতকাল রোববার (১৭ আগস্ট) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের সোকোটো কার্যালয় থেকে একটি উদ্ধার দল পাঠানো হয়েছে। সংস্থার মহাপরিচালক জুবাইদা উমর বলেন, ‘৫০ যাত্রীবাহী একটি নৌকা গোরোনিও বাজারে যাওয়ার সময় ডুবে গেছে, এমন খবর পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি।’
সংস্থাটি আরও জানায়, এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে ৪০ জনেরও বেশি যাত্রী এখনো নিখোঁজ।
এক কর্মকর্তার বরাতে নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যম দ্য পাঞ্চ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। সোকোটো অঞ্চলের নদী-সংলগ্ন গ্রামগুলোতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।
নাইজেরিয়ায় নৌকাডুবি নতুন কিছু নয়, বিশেষত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকালে নদী ও হ্রদ ফুলে ওঠায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
২০২৪ সালের আগস্ট মাসেই সোকোটোতে ধানখেতে যাওয়ার পথে কৃষকদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৬ জন প্রাণ হারান। গত মাসে নাইজার অঙ্গরাজ্যে ১০০ যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিহত হন ও আরও অনেকে নিখোঁজ হন।

এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
২ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১০ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১ দিন আগে