leadT1ad

নিউইয়র্কে বিচারের মুখোমুখি মাদুরো দম্পতি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের আদালতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবেন। শনিবার (৩ জানুয়ারি) মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বন্ডি এই দম্পতির বিচার নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাঁরা শিগগিরই আমেরিকার মাটিতে মার্কিন আদালতের বিচারের মুখোমুখি হবেন।’

পাম বন্ডি জানান, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগ আনা হয়েছে।

মাদুরোর বিরুদ্ধে ২০২০ সালেই অভিযোগ গঠন করা হয়েছিল। তবে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও যে অভিযোগ আনা হয়েছে, তা আগে জানা ছিল না। অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এল।

কথিত এই দুই আন্তর্জাতিক মাদক পাচারকারীকে আটকের সফল অভিযানের জন্য পাম বন্ডি মার্কিন সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জবাবদিহি চাওয়ার সাহসের জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Ad 300x250

সম্পর্কিত