স্ট্রিম ডেস্ক

হঠাৎ করেই গতকাল সোমবার (২১ জুলাই) ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। এ ঘটনায় সে দেশের রাজনৈতিক অঙ্গনে উঠেছে আলোড়ন। ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী’ স্বাস্থ্যের কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রপতি মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মেয়াদের মাঝখানেই জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জল্পনা। সরকারিভাবে পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যের কথা জানানো হলেও, ভারতের বিরোধীদলীয় নেতারা বলছেন, এর পেছনে স্পষ্টতই রাজনৈতিক কারণ রয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাম্প্রতিক একটি ঘটনার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, সোমবারের সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির (বিএসি) বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, বিকাল সাড়ে চারটায় আবার বৈঠক হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও কিরেন রিজিজু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না এবং উপরাষ্ট্রপতিকে এ ব্যাপারে অবগত করেননি। পরে ধনখড় পরবর্তী দিনের অধিবেশন একদিন পিছিয়ে দেন। রমেশ একে ‘খুবই গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, ধনখড় পদত্যাগ করে তাঁর নৈতিক দায়িত্ব পালন করলেও যাঁরা তাঁকে মনোনীত করেছিলেন, তাঁদের জন্য এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল।
শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত ও প্রিয়াঙ্কা চতুর্বেদী এই পদত্যাগকে বলেছেন ‘রাজনৈতিকভাবে বিস্ময়কর’। তাঁদের সন্দেহ, সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এমনটি ঘটেছে। কংগ্রেস নেতা অশোক গহলতের মতে, ধনখড় সম্ভবত চাপের মধ্যে কাজ করছিলেন, যা তাঁকে পদত্যাগে বাধ্য করে।
বিজেপি নেতারা এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। দলের সভাপতি জেপি নড্ডা বলেন, বিএসি বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে মন্ত্রীরা আগেই উপরাষ্ট্রপতির দপ্তরকে জানিয়েছিলেন। তিনি আরও বলেন, ধনখড়ের বিতর্কিত মন্তব্য, ‘শুধু আমি যা বলব তাই রেকর্ডে যাবে’ দেশটির সংসদের উচ্ছৃঙ্খল সংসদ সদস্যদের উদ্দেশেই ছিল, কোনো মন্ত্রীর বিরুদ্ধে নয়।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধনখড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সংবিধান এবং জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা স্মরণীয় হয়ে থাকবে।’ধনখড়ের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এখন উপরাষ্ট্রপতির পদ ফাঁকা থাকায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ উপযুক্ত প্রার্থী খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় সংবিধান অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে দেশটির নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।
সরকারি ব্যাখ্যায় যাই বলা হোক, ধনখড়ের আকস্মিক পদত্যাগ এবং বিজনেস অ্যাডভাইসরি কমিটির ঘটনা ঘিরে রাজনৈতিক অন্দরের দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে। শাসক জোটের অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে এ ঘটনা।

হঠাৎ করেই গতকাল সোমবার (২১ জুলাই) ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। এ ঘটনায় সে দেশের রাজনৈতিক অঙ্গনে উঠেছে আলোড়ন। ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী’ স্বাস্থ্যের কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রপতি মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মেয়াদের মাঝখানেই জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জল্পনা। সরকারিভাবে পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যের কথা জানানো হলেও, ভারতের বিরোধীদলীয় নেতারা বলছেন, এর পেছনে স্পষ্টতই রাজনৈতিক কারণ রয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাম্প্রতিক একটি ঘটনার দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, সোমবারের সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির (বিএসি) বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, বিকাল সাড়ে চারটায় আবার বৈঠক হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও কিরেন রিজিজু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না এবং উপরাষ্ট্রপতিকে এ ব্যাপারে অবগত করেননি। পরে ধনখড় পরবর্তী দিনের অধিবেশন একদিন পিছিয়ে দেন। রমেশ একে ‘খুবই গুরুতর ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, ধনখড় পদত্যাগ করে তাঁর নৈতিক দায়িত্ব পালন করলেও যাঁরা তাঁকে মনোনীত করেছিলেন, তাঁদের জন্য এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল।
শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত ও প্রিয়াঙ্কা চতুর্বেদী এই পদত্যাগকে বলেছেন ‘রাজনৈতিকভাবে বিস্ময়কর’। তাঁদের সন্দেহ, সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এমনটি ঘটেছে। কংগ্রেস নেতা অশোক গহলতের মতে, ধনখড় সম্ভবত চাপের মধ্যে কাজ করছিলেন, যা তাঁকে পদত্যাগে বাধ্য করে।
বিজেপি নেতারা এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। দলের সভাপতি জেপি নড্ডা বলেন, বিএসি বৈঠকে অনুপস্থিত থাকার বিষয়ে মন্ত্রীরা আগেই উপরাষ্ট্রপতির দপ্তরকে জানিয়েছিলেন। তিনি আরও বলেন, ধনখড়ের বিতর্কিত মন্তব্য, ‘শুধু আমি যা বলব তাই রেকর্ডে যাবে’ দেশটির সংসদের উচ্ছৃঙ্খল সংসদ সদস্যদের উদ্দেশেই ছিল, কোনো মন্ত্রীর বিরুদ্ধে নয়।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধনখড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সংবিধান এবং জনসেবার প্রতি তাঁর নিষ্ঠা স্মরণীয় হয়ে থাকবে।’ধনখড়ের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
এখন উপরাষ্ট্রপতির পদ ফাঁকা থাকায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ উপযুক্ত প্রার্থী খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় সংবিধান অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে দেশটির নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।
সরকারি ব্যাখ্যায় যাই বলা হোক, ধনখড়ের আকস্মিক পদত্যাগ এবং বিজনেস অ্যাডভাইসরি কমিটির ঘটনা ঘিরে রাজনৈতিক অন্দরের দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে। শাসক জোটের অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে এ ঘটনা।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৬ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৮ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১১ ঘণ্টা আগে