leadT1ad

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৭: ২২
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। ছবি: এক্স থেকে নেওয়া

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। এতে ১৯৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, থাইল্যান্ড-চীন যৌথ প্রকল্পের অংশ হিসেবে একটি উচ্চগতির উড়াল-রেললাইন নির্মাণের কাজ চলছিল। সেই নির্মাণকাজে ব্যবহৃত একটি বড় ক্রেন হঠাৎ করে চলন্ত ট্রেনের ওপর পড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ক্রেনটি ট্রেনের তিনটি বগির মধ্যে দুটি বগির ওপর সরাসরি আঘাত হানে, যার মধ্যে দ্বিতীয় বগিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী পিপাত রাতচাকিতপ্রাকর্ন জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নিহত যাত্রীরা মূলত সেই বগিগুলোতেই ছিলেন, যেগুলোর ওপর ক্রেনটি পড়েছে।

আল জাজিরার প্রতিবেদক টনি চেং জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুরুতে চারজন নিহতের খবর পাওয়া গেলেও পরে তা দ্রুত বেড়ে ১২ এবং সর্বশেষ ২২ জনে দাঁড়ায় বলে জানিয়েছে থাই পুলিশ।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। থাই গণমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া যাত্রীদের বের করে আনছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ ও বিস্ফোরণের মতো আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান।

উল্লেখ্য, থাইল্যান্ডে শিল্প ও নির্মাণস্থলে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক এই দুর্ঘটনা দেশটির অবকাঠামো নির্মাণে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

Ad 300x250

সম্পর্কিত