leadT1ad

তুষারপাতে অচল ইউরোপ, মৃত ৬

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬: ৫১
আমস্টারডাম বিমানবন্দরে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। ছবি: বিবিসি থেকে নেওয়া

ইউরোপজুড়ে তীব্র তুষারপাত ও শৈত্যপ্রবাহের কারণে বিভিন্ন দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। পুরো মহাদেশেই থমকে গেছে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্রান্সের রাস্তায় গাড়ি চালানোর সময় পৃথক দুটি দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বসনিয়ার রাজধানী সারাজেভোতে ভারী তুষারপাতে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

তুষারপাতের কারণে পুরো ইউরোপে শতশত ফ্লাইট বাতিল হয়েছে। প্যারিস ও আমস্টারডাম বিমানবন্দরে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। দ্রুততম সময়ে রানওয়ে থেকে বরফ সরানোর চেষ্টা করছেন কর্মীরা।

আবহাওয়ার এমন অবস্থা আগামীকাল পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে ফ্রান্সের জাতীয় আবহাওয়া অফিস। তারা এরইমধ্যে দেশের ৩৮টি জেলায় তুষারপাত ও পিচ্ছিল রাস্তার কারণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জনগণকে ‘প্রয়োজন ছাড়া’ রাস্তায় বের না হওয়ার এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন।

এদিকে ডাচ এয়ারলাইন ‘কেএলএম’ জানিয়েছে, আমস্টারডামের শিফোল বিমানবন্দরে চার শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরে আটকা পড়া যাত্রীরা চরম ভোগান্তির কথা জানিয়েছেন। হাভিয়ের সেপুলভেদা নামে এক স্প্যানিশ যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিমানবন্দরের পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল ও অসহ্য।’

বিমান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। সকলেই অপেক্ষা করছেন ফ্লাইট পুনরায় চালু হওয়ার। তুষারপাতের ফলে ফ্রান্স ও নেদারল্যান্ডসে রেল চলাচল ব্যাহত হচ্ছে। ইতোমধ্যেই বুধবারের ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীরা একে বিরক্তিকর ও অগ্রহণযোগ্য মনে করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুষারপাতের পাশাপাশি কারিগরি ত্রুটির কারণে নেদারল্যান্ডসের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলোও হয় বাতিল করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এই বৈরী আবহাওয়া আরও কিছুদিন স্থায়ী হতে পারে, যা যাতায়াতের ক্ষেত্রে আরও জটিলতা তৈরি করবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত