leadT1ad

বিহারে ‘বাংলাদেশি’ সন্দেহে রাজমিস্ত্রিকে মারধর, হত্যাচেষ্টার মামলা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০: ১৮
মারধরের প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক্স

ভারতের বিহারের মধুবনী জেলায় ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ নিশ্চিত করেছে, ভুক্তভোগী ওই ব্যক্তি বাংলাদেশি নন, তিনি বিহারেরই সুপল জেলার বাসিন্দা। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধুবনীর রাজনগর থানা এলাকার চাকদহ গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি আমলে নেয়।

ভুক্তভোগীর নাম মোহাম্মদ মুর্শিদ আলম। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং দিনমজুর। পুলিশ ও ভুক্তভোগীর বরাত দিয়ে দ্য হিন্দু লিখেছে, ৩০ ডিসেম্বর রাতে মুর্শিদ দোকান থেকে কিছু কিনতে বেরিয়েছিলেন। এ সময় প্রায় ৫০ জনের একটি দল তাঁকে ঘিরে ধরে। তাঁকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তাঁকে প্রায় ৩ কিলোমিটার ধাওয়া করে বেধড়ক পেটানো হয়। হামলাকারীরা তাঁকে স্থানীয় মন্দিরে নিয়ে বলি দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন মুর্শিদ। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মধুবনীর পুলিশ সুপার যোগেন্দ্র কুমার গতকাল শুক্রবার (২ জানুয়ারি) জানান, পুলিশের সোশ্যাল মিডিয়া সেল ভিডিওটি যাচাই করে ঘটনাস্থল শনাক্ত করে। তদন্তে বেরিয়ে আসে, ভুক্তভোগী মুর্শিদ আলম সুপল জেলার বীরপুর থানা এলাকার শঙ্করপুর গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে তিনি মধুবনীতে এসেছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ভিডিও দেখে হামলাকারী দুই যুবককে শনাক্ত করা হয়েছে। তারা রাজনগর এলাকারই বাসিন্দা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যাচেষ্টার ধারায় মামলা হয়েছে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। দলের জাতীয় মুখপাত্র আদিল হাসান একে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যর্থতা ও মানবতার ওপর হামলা বলে অভিহিত করেছেন।

Ad 300x250

সম্পর্কিত