leadT1ad

আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি ‘ট্রুথ সোশ্যাল’ থেকে নেওয়া

ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ইউএসএস আইয়ো জিমা যুদ্ধজাহাজে নিকোলাস মাদুরো।’

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে এই যুদ্ধজাহাজে রাখা হয়েছে ও তাঁদের নিউইয়র্কে আনা হচ্ছে। বিবিসি জানিয়েছে, এরপর মাদুরো দম্পতিকে ইউএসএস আইয়ো জিমা থেকে সামরিক বিমানে নিউইয়ার্কে পাঠানো হবে।

সেখান থেকে তাঁকে ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আগামী সপ্তাহে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে তাঁকে হাজির করা হবে। মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিচারক আলভিন কে. হেলারস্টাইন।

‘ট্রুথ সোশ্যালে’ ডোনাল্ড ট্রাম্পের পোস্ট।
‘ট্রুথ সোশ্যালে’ ডোনাল্ড ট্রাম্পের পোস্ট।

এর আগে, আজ শনিবার ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তাঁর স্ত্রী শিগগিরই মার্কিন আদালতে বিচারের মুখোমুখি করা হবে। নিউইয়র্কে তাঁদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ইরান ও রাশিয়া একে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

Ad 300x250

সম্পর্কিত