স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলার তেল বহন করে এমন অভিযোগে নতুন আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বজন ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াশিংটন মাদুরোর শাসন ব্যবস্থাকে অবৈধ বলে উল্লেখ করেছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনলাইন এই খবর দিয়েছে। এর আগে গতকাল, ভেনেজুয়েলার উপকূল থেকে তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, স্কিপার নামের জব্দকৃত ওই জাহাজটি ‘অবৈধ তেল পরিবহন’ করছিল। সেটিকে এখন আমেরিকান বন্দরে আনা হবে।
এদিকে, কারাকাস এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে। আর এই ঘটনা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতা যে আরও কঠোর হচ্ছে তারই ইঙ্গিত। এর আগে ভেনেজুয়েলা থেকে মাদক পরিবহন করছে এমন অভিযোগে কয়েকটি নৌকায় আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়। আর সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও ভেনেজুয়েলাকে লক্ষ্য করে পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলেছে। ভেনেজুয়েলা যে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ থাকা দেশ এটা প্রমাণিত। তাই দেশটির অভিযোগ, ওয়াশিংটন ওই প্রাকৃতিক সম্পদ চুরির চেষ্টা করছে। বুধবার মাদুরো অঙ্গীকার করেন, ভেনেজুয়েলা কখনো ‘তেল উপনিবেশ’ হবে না।
কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘অবৈধ মাদকের প্রবাহ বন্ধ’ এবং নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ভেনেজুয়েলার তেল বহন করে এমন অভিযোগে নতুন আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বজন ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াশিংটন মাদুরোর শাসন ব্যবস্থাকে অবৈধ বলে উল্লেখ করেছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনলাইন এই খবর দিয়েছে। এর আগে গতকাল, ভেনেজুয়েলার উপকূল থেকে তেলবাহী একটি ট্যাংকার জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, স্কিপার নামের জব্দকৃত ওই জাহাজটি ‘অবৈধ তেল পরিবহন’ করছিল। সেটিকে এখন আমেরিকান বন্দরে আনা হবে।
এদিকে, কারাকাস এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে। আর এই ঘটনা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতা যে আরও কঠোর হচ্ছে তারই ইঙ্গিত। এর আগে ভেনেজুয়েলা থেকে মাদক পরিবহন করছে এমন অভিযোগে কয়েকটি নৌকায় আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়। আর সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও ভেনেজুয়েলাকে লক্ষ্য করে পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ তুলেছে। ভেনেজুয়েলা যে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ থাকা দেশ এটা প্রমাণিত। তাই দেশটির অভিযোগ, ওয়াশিংটন ওই প্রাকৃতিক সম্পদ চুরির চেষ্টা করছে। বুধবার মাদুরো অঙ্গীকার করেন, ভেনেজুয়েলা কখনো ‘তেল উপনিবেশ’ হবে না।
কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘অবৈধ মাদকের প্রবাহ বন্ধ’ এবং নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে গাড়ি আমদানির শুল্ক কমাচ্ছে ভারত। বিদ্যমান ১১০ শতাংশ শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটি।
৩ ঘণ্টা আগে
এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
৯ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১৮ ঘণ্টা আগে