leadT1ad

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি: এক্স থেকে নেওয়া

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

মাহাথির মোহাম্মদের ব্যক্তিগত সহকারী সুফি ইউসুফের বরাত দিয়ে এএফপি বলেছে, মালয়েশিয়ার এই বর্ষীয়ান নেতা গত কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত জুলাই মাসে জন্ম শতবর্ষ উদযাপনের পরেই দুর্বলতাজনিত কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

সুফি ইউসুফ জানান, মাহাথির মোহাম্মদ বারান্দা থেকে ঘরে যাওয়ার সময় পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাঁকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণের জন্য নেওয়া হয়। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। জ্ঞান ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাহাথির মোহাম্মাদ প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ ও দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত