leadT1ad

ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে ৯ মুসলিম দেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১: ৪৭
যৌথ বিবৃতিতে প্রথমে ৮টি মুসলিম দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার কথা জানায়। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য ও এশিয়ার ৯টি মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার জন্য ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দেশগুলো বোমায় বিধ্বস্ত ফিলিস্তিনের ছিটমহলটিতে ‘স্থায়ী যুদ্ধবিরতি’র নিশ্চিতেও জোর দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রীরা বলেছেন, তারা ট্রাম্পের নেতৃত্বাধীন পর্ষদে যোগ দিচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় নিজ নিজ দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র মন্ত্রীরা।

এতে আরও বলা হয়, এই পর্ষদের লক্ষ্য হলো ‘স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত’ করা, গাজার পুনর্গঠনের সহায়তা করা, এবং আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রের অধিকারের ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এতে এই অঞ্চলের সব দেশ এবং জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত হবে।

এদিকে, ৮ দেশের যৌথ ওই বিবৃতির পর গতকালই কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটিও ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এর আগে গত শুক্রবার শান্তি পর্ষদ গঠন করে হোয়াইট হাউস। পর্ষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য করা হয়েছে সাতজনকে। তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জার্ড কুশনার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রাইভেট ইকুটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের নির্বাহী কর্মকর্তা মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত