leadT1ad

যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরান, ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭: ২৯
আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: এক্স থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমক ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থাপনাটি একে অপরের সঙ্গে যুক্ত সুড়ঙ্গপথ দিয়ে তৈরি, যা শক্তিশালী হামলা মোকাবিলা করতে সক্ষম।

সূত্রের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সর্বোচ্চ নেতার তৃতীয় ছেলে মাসুদ খামেনি বর্তমানে তাঁর বাবার কার্যালয়ের দৈনন্দিন কাজগুলোর দায়িত্ব নিয়েছেন এবং ইরানের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন।

চলতি সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাদানুবাদের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে, প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ওই অঞ্চলের কাছাকাছি নিয়ে যাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, একটি ‘আরমাডা’ (রণতরীর বহর) ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।

তেহরান টাইমস জানিয়েছে, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি ট্রাম্পের হুমকির জবাবে বলেছেন, ট্রাম্প ‘বেশি কথা বলেন’ কিন্তু তিনি তাঁর জবাব পাবেন ‘মাঠে’ (অন দ্য গ্রাউন্ড)।

এছাড়া রেভল্যুশনারি গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, ইরানি বাহিনী যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পালনে তাদের ‘আঙুল ট্রিগারে’ রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম নূরনিউজ

ইরানের বর্তমান পরিস্থিতি

১. গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক দুর্দশা এবং জাতীয় মুদ্রা রিয়ালের মান পতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

২. বিক্ষোভ দমনে দেশটির সরকার ইরানের ইতিহাসে দীর্ঘতম ও সবচেয়ে ব্যাপক ইন্টারনেট শাটডাউন কার্যকর করে, যা বর্তমানে আংশিক শিথিল করা হয়েছে।

৩. মানবাধিকারকর্মীদের দাবি অনুযায়ী, সরকারি বাহিনীর অভিযানে অন্তত ৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বারবার হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরান এই নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।

৪. জানুয়ারির প্রথম সপ্তাহে বিক্ষোভ কিছুটা কমেছে বলে মনে করা হয়েছিল, কারণ ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ভিডিও বা ফুটেজ আসা কমে গিয়েছিল।

৫. কিন্তু চলতি সপ্তাহে যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত