leadT1ad

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৮, এখনো নিখোঁজ ৮২ জন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৩: ২৭
জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৮০ জনের বেশি। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসটি জাভার পশ্চিম বান্দুং অঞ্চলের কয়েকটি গ্রামে আঘাত হানে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই ভূমিধসের ফলে একাধিক আবাসিক এলাকা সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েছে।

বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ নতুন নয়। সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে এই মৌসুম। ফলে দেশটির বিস্তীর্ণ দ্বীপপুঞ্জজুড়ে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

এএফপি আরও জানিয়েছে, সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল। এরপর হঠাৎ করেই ভূমিধসটি হয়। স্থানীয়রা বর্তমানে গ্রামের সরকারি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। নারী ও শিশুসহ আরও অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, এখন পর্যন্ত আটজনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। এখনো ৮২ জনের মতো নিখোঁজ আছেন। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন। তবে দুর্গম ভূপ্রকৃতি এবং ভঙ্গুর মাটির কারণে উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো হাতে খুঁড়ে মাটি সরানো, পানির পাম্প দিয়ে কাদা ধোয়া এবং ড্রোন ব্যবহার করে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

পরিবেশবিদদের মতে, নির্বিচারে বন উজাড় ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। ২০২৪ সালে দেশটিতে ২ লাখ ৪০ হাজার হেক্টরের বেশি প্রাথমিক বনভূমি হারিয়ে গেছে। সম্প্রতি সুমাত্রা ও সিয়াউ দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত