স্ট্রিম ডেস্ক

বছরের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় টাইফুন কালমায়েগি এবার কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার এটি মধ্য ভিয়েতনামে ঘণ্টায় সর্বোচ্চ ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) বেগে আঘাত হানে।
এর আগে সপ্তাহের শুরুতে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানে অন্তত ১৮৮ জন নিহত হয়। ভিয়েতনামে নিহত হয় ৫ জন।
ভিয়েতনাম ইতোমধ্যেই টানা বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ছিল। গত সপ্তাহে রেকর্ড বৃষ্টিতে দেশটির প্রায় ৫০ জন মারা যায়। নতুন করে এই ঝড় আঘাত হানায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
ঝড়ের আগে ভিয়েতনামের সেনাবাহিনী ২ লাখ ৬০ হাজারের বেশি সদস্য ও কর্মী মোতায়েন করে ত্রাণ ও উদ্ধারকাজে। এতে অংশ নেয় ৬ হাজার ৭০০টি যানবাহন ও ছয়টি বিমান। দেশটির কয়েকটি বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ রাখা হয়, আর লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামে আঘাত হানার পর শত শত মানুষ সাহায্যের আবেদন জানান। দাক লাক প্রদেশের বহু বাসিন্দার বাড়িঘর ধসে পড়েছে বা প্লাবিত হয়েছে। প্রবল বাতাস ও বৃষ্টিতে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর সাতটি শহর ও প্রদেশে বন্যা ও ভূমিধসের আশঙ্কা জানিয়েছে। বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, হোটেলের কাঁচের দেয়াল ভেঙে পড়েছে, শহর ও গ্রামীণ সড়কে গাছ উপড়ে পড়েছে।
বুধবার সকালে উপকূলীয় এলাকায় কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সরিয়ে নিতে অনুরোধ করতে দেখা যায়। প্রধানমন্ত্রী ফাম মিন চিন এক অনলাইন সভায় বলেন, ‘আমাদের অবশ্যই দুর্গম এলাকায় পৌঁছাতে হবে এবং কেউ যেন যেন খাদ্য, পানি ও প্রয়োজনীয় জিনিসের সংকটে না ভোগে তা নিশ্চিত করতে হবে।’

ভিয়েতনামে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনে ভয়াবহ ক্ষতি করে। স্থানীয়ভাবে টাইফুন টিনো নামে পরিচিত এই ঝড় সেখানে কয়েক ঘণ্টার মধ্যে পুরো একটি মাসের সমপরিমাণ বৃষ্টি ঝরায়। সেবু দ্বীপসহ মধ্যাঞ্চলের বহু শহর প্লাবিত হয়, গাড়ি ও বাস বন্যার পানিতে ভেসে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অনেকাংশেই নিম্নবিত্ত পরিবার বাস করত, যাদের দুর্বল ঘরবাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তালিসায় সিটির বাসিন্দা মেলি সাবেরন বলেন, ‘আমাদের আর কোনো ঘর নেই। কিছুই উদ্ধার করতে পারিনি। এত ভয়াবহ ঝড় আমরা আগে দেখিনি।’
এখন স্থানীয়রা ঘরবাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন এবং যা কিছু পুনরায় ব্যবহারযোগ্য তা খুঁজে নিচ্ছেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বৃহস্পতিবার সকালে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের হিসাবে এটি এমন একটি পরিস্থিতি, যেখানে ব্যাপক প্রাণহানি, সম্পত্তির ক্ষতি এবং মানুষের স্বাভাবিক জীবনে বড় ধরনের ব্যাঘাত ঘটে।
এরই মধ্যে ভিয়েতনামের বিখ্যাত পর্যটন শহরগুলো যেমন ইউনেস্কো স্বীকৃত হুয়ে ও ঐতিহাসিক হোই আন প্লাবিত হয়েছে। নদীর পানি উপচে পড়ায় স্থানীয়রা নৌকায় করে চলাচল করছেন।
এদিকে থাইল্যান্ডও ঝড়ের প্রভাবে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ হঠাৎ বন্যা, ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার সতর্কতা জারি করেছে।
টাইফুন কালমায়েগি এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা তৈরি করেছে। উদ্ধারকাজ চললেও প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি

বছরের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় টাইফুন কালমায়েগি এবার কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার এটি মধ্য ভিয়েতনামে ঘণ্টায় সর্বোচ্চ ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) বেগে আঘাত হানে।
এর আগে সপ্তাহের শুরুতে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানে অন্তত ১৮৮ জন নিহত হয়। ভিয়েতনামে নিহত হয় ৫ জন।
ভিয়েতনাম ইতোমধ্যেই টানা বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত ছিল। গত সপ্তাহে রেকর্ড বৃষ্টিতে দেশটির প্রায় ৫০ জন মারা যায়। নতুন করে এই ঝড় আঘাত হানায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
ঝড়ের আগে ভিয়েতনামের সেনাবাহিনী ২ লাখ ৬০ হাজারের বেশি সদস্য ও কর্মী মোতায়েন করে ত্রাণ ও উদ্ধারকাজে। এতে অংশ নেয় ৬ হাজার ৭০০টি যানবাহন ও ছয়টি বিমান। দেশটির কয়েকটি বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ রাখা হয়, আর লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামে আঘাত হানার পর শত শত মানুষ সাহায্যের আবেদন জানান। দাক লাক প্রদেশের বহু বাসিন্দার বাড়িঘর ধসে পড়েছে বা প্লাবিত হয়েছে। প্রবল বাতাস ও বৃষ্টিতে বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর সাতটি শহর ও প্রদেশে বন্যা ও ভূমিধসের আশঙ্কা জানিয়েছে। বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, হোটেলের কাঁচের দেয়াল ভেঙে পড়েছে, শহর ও গ্রামীণ সড়কে গাছ উপড়ে পড়েছে।
বুধবার সকালে উপকূলীয় এলাকায় কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সরিয়ে নিতে অনুরোধ করতে দেখা যায়। প্রধানমন্ত্রী ফাম মিন চিন এক অনলাইন সভায় বলেন, ‘আমাদের অবশ্যই দুর্গম এলাকায় পৌঁছাতে হবে এবং কেউ যেন যেন খাদ্য, পানি ও প্রয়োজনীয় জিনিসের সংকটে না ভোগে তা নিশ্চিত করতে হবে।’

ভিয়েতনামে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি ফিলিপাইনে ভয়াবহ ক্ষতি করে। স্থানীয়ভাবে টাইফুন টিনো নামে পরিচিত এই ঝড় সেখানে কয়েক ঘণ্টার মধ্যে পুরো একটি মাসের সমপরিমাণ বৃষ্টি ঝরায়। সেবু দ্বীপসহ মধ্যাঞ্চলের বহু শহর প্লাবিত হয়, গাড়ি ও বাস বন্যার পানিতে ভেসে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অনেকাংশেই নিম্নবিত্ত পরিবার বাস করত, যাদের দুর্বল ঘরবাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তালিসায় সিটির বাসিন্দা মেলি সাবেরন বলেন, ‘আমাদের আর কোনো ঘর নেই। কিছুই উদ্ধার করতে পারিনি। এত ভয়াবহ ঝড় আমরা আগে দেখিনি।’
এখন স্থানীয়রা ঘরবাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন এবং যা কিছু পুনরায় ব্যবহারযোগ্য তা খুঁজে নিচ্ছেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বৃহস্পতিবার সকালে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের হিসাবে এটি এমন একটি পরিস্থিতি, যেখানে ব্যাপক প্রাণহানি, সম্পত্তির ক্ষতি এবং মানুষের স্বাভাবিক জীবনে বড় ধরনের ব্যাঘাত ঘটে।
এরই মধ্যে ভিয়েতনামের বিখ্যাত পর্যটন শহরগুলো যেমন ইউনেস্কো স্বীকৃত হুয়ে ও ঐতিহাসিক হোই আন প্লাবিত হয়েছে। নদীর পানি উপচে পড়ায় স্থানীয়রা নৌকায় করে চলাচল করছেন।
এদিকে থাইল্যান্ডও ঝড়ের প্রভাবে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ হঠাৎ বন্যা, ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার সতর্কতা জারি করেছে।
টাইফুন কালমায়েগি এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কা তৈরি করেছে। উদ্ধারকাজ চললেও প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৭ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১২ ঘণ্টা আগে