স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ বৈঠক হওয়ার কথা। খবর: আল-জাজিরা
এদিকে এক বিবৃতিতে মার্কিন সামরিক অভিযান ও ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবৃতিতে তাঁর মুখপাত্র বলেন, এ ধরনের হামলা ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন এবং রাশিয়াও এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ দুটি দেশ ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে। দেশ দুটি বলেছে, তারা সেখানে একটি গণতান্ত্রিক রূপান্তর দেখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা তারা করেনি। যদিও কিছু বিশেষজ্ঞের মতে, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ বৈঠক হওয়ার কথা। খবর: আল-জাজিরা
এদিকে এক বিবৃতিতে মার্কিন সামরিক অভিযান ও ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবৃতিতে তাঁর মুখপাত্র বলেন, এ ধরনের হামলা ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন এবং রাশিয়াও এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ দুটি দেশ ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে। দেশ দুটি বলেছে, তারা সেখানে একটি গণতান্ত্রিক রূপান্তর দেখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা তারা করেনি। যদিও কিছু বিশেষজ্ঞের মতে, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।

গত শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভোরের আগে রাজধানী কারাকাস বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।
১৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও দেশটির সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন। রোববার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কী ধরনের আইনি প্রক্রিয়া শুরু হতে পারে; তা নিয়ে বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিওন ফ্রেস্কো।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আরেকটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স টিম। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘পার্প ওয়াক করানো হলো।’ সাধারণত অপরাধীদের জনসমক্ষে এভাবে হাঁটিয়ে নেওয়ার রীতি রয়েছে, যা ইংরেজিতে পার্প ওয়াক বলে।
১ দিন আগে