leadT1ad

ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯: ৩২
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফাইল ছবি

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ বৈঠক হওয়ার কথা। খবর: আল-জাজিরা

এদিকে এক বিবৃতিতে মার্কিন সামরিক অভিযান ও ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবৃতিতে তাঁর মুখপাত্র বলেন, এ ধরনের হামলা ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন এবং রাশিয়াও এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ দুটি দেশ ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে। দেশ দুটি বলেছে, তারা সেখানে একটি গণতান্ত্রিক রূপান্তর দেখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা তারা করেনি। যদিও কিছু বিশেষজ্ঞের মতে, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।

Ad 300x250

সম্পর্কিত