স্ট্রিম ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে থাকা বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আপনারা মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। গরিব মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে আপনারা অত্যাচার করছেন। কিন্তু আমার হৃদয়ে গরিব মানুষ আছে… আমি কোনো জাতপাত মানি না। আমি মানি মনুষত্ব।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের এক জনসভায় তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির।
মমতা অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ভোটারের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে জরিপ চালাতে পশ্চিমবঙ্গে ৫০০ টিরও বেশি দল মোতায়েন করেছে বিজেপি। আর এই কাজ করতে কেন্দ্রীয় সরকার অর্থ দিয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি বাংলাভাষী নাগরিককে “বাংলাদেশি” আখ্যা দিয়ে হয়রানি এবং দেশ থেকে বের করে দিতে আমরা দেব না।’
চলতি মাসের শুরুতে দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলাকে বাংলাদেশের জাতীয় ভাষা হিসেবে উল্লেখ করার পরই ভারতে এই নিয়ে বিতর্ক শুরু হয়।
বাংলা ভাষার ‘অপমানের’ জন্য বিজেপির সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘যদি বাংলা না থাকে, তাহলে জাতীয় সঙ্গীত এবং গান কোন ভাষায় লেখা? তারা চায় মানুষ স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ভূমিকা ভুলে যাক। আমরা এই ভাষা সন্ত্রাস মেনে নেব না।’
মমতা বলেন, ‘ভোটার তালিকায় আপনার নাম এখনো আছে না বাদ দেওয়া হয়েছে দেখতে হবে…আধার কার্ড আছে কিনা আপনাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দেব না।’
এ সময় তিনি রাজ্য সরকারের কর্মকর্তাদের নির্বাচন কমিশন (ইসি) ভয় দেখাচ্ছে অভিযোগ করে বলেন, ‘আমাদের কর্মকর্তাদের ইসি হুমকি দিচ্ছে। ইসির এখতিয়ার কেবল নির্বাচনের তিন মাসের, সারা বছরের জন্য নয়।’
বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের আড়ালে বিতর্কিত এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়নের চেষ্টার অভিযোগও করেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ যদি জরিপ চালাতে আসে…কখনো আপনারা তথ্য দেবেন না। তাঁরা আপনার বিস্তারিত তথ্য নিয়ে যাবে এবং তালিকা থেকে নাম বাদ দেবে। ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন আপনার নাম তালিকায় আছে কিনা। আধার কার্ড সঙ্গে রাখুন...এটা বাধ্যতামূলক করা হয়েছে।’

ভারতের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে থাকা বিজেপির সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আপনারা মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। গরিব মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে আপনারা অত্যাচার করছেন। কিন্তু আমার হৃদয়ে গরিব মানুষ আছে… আমি কোনো জাতপাত মানি না। আমি মানি মনুষত্ব।’
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের এক জনসভায় তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির।
মমতা অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ভোটারের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে জরিপ চালাতে পশ্চিমবঙ্গে ৫০০ টিরও বেশি দল মোতায়েন করেছে বিজেপি। আর এই কাজ করতে কেন্দ্রীয় সরকার অর্থ দিয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি বাংলাভাষী নাগরিককে “বাংলাদেশি” আখ্যা দিয়ে হয়রানি এবং দেশ থেকে বের করে দিতে আমরা দেব না।’
চলতি মাসের শুরুতে দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলাকে বাংলাদেশের জাতীয় ভাষা হিসেবে উল্লেখ করার পরই ভারতে এই নিয়ে বিতর্ক শুরু হয়।
বাংলা ভাষার ‘অপমানের’ জন্য বিজেপির সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘যদি বাংলা না থাকে, তাহলে জাতীয় সঙ্গীত এবং গান কোন ভাষায় লেখা? তারা চায় মানুষ স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ভূমিকা ভুলে যাক। আমরা এই ভাষা সন্ত্রাস মেনে নেব না।’
মমতা বলেন, ‘ভোটার তালিকায় আপনার নাম এখনো আছে না বাদ দেওয়া হয়েছে দেখতে হবে…আধার কার্ড আছে কিনা আপনাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দেব না।’
এ সময় তিনি রাজ্য সরকারের কর্মকর্তাদের নির্বাচন কমিশন (ইসি) ভয় দেখাচ্ছে অভিযোগ করে বলেন, ‘আমাদের কর্মকর্তাদের ইসি হুমকি দিচ্ছে। ইসির এখতিয়ার কেবল নির্বাচনের তিন মাসের, সারা বছরের জন্য নয়।’
বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের আড়ালে বিতর্কিত এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়নের চেষ্টার অভিযোগও করেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ যদি জরিপ চালাতে আসে…কখনো আপনারা তথ্য দেবেন না। তাঁরা আপনার বিস্তারিত তথ্য নিয়ে যাবে এবং তালিকা থেকে নাম বাদ দেবে। ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন আপনার নাম তালিকায় আছে কিনা। আধার কার্ড সঙ্গে রাখুন...এটা বাধ্যতামূলক করা হয়েছে।’

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৭ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৮ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১২ ঘণ্টা আগে