leadT1ad

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শোক

খালেদার মৃত্যুতে এক্সে শোকবার্তা দিয়েছেন শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও বাংলাদেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।

শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, খালেদা জিয়া বাংলাদেশের জন্য আজীবন যে সেবা দিয়ে গেছেন, তা দেশটির ইতিহাসে একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন প্রতিশ্রুতিশীল বন্ধু ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তার শেষাংশে শাহবাজ শরিফ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাত নসিব করেন।

Ad 300x250

সম্পর্কিত