leadT1ad

‘স্বাধীনতা নিয়ে দরকষাকষি নয়’, নাগরিকদের শান্ত থাকার আহ্বান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০: ৩৫
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। ছবি: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতির বা ‘টোটাল মোবিলাইজেশন’-এর নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি জানিয়েছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো দরকষাকষি চলবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার (৩ জানুয়ারি) এক ভাষণে পাদ্রিনো এ ঘোষণা দেন। পাদ্রিনো লোপেজ বলেন, ‘আমরা আলোচনায় বসব না বা হাল ছাড়ব না। আমরা অবশ্যই জয়ী হব।’ কোনো অবস্থাতেই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শত্রুরা দেশে ভীতি ও বিশৃঙ্খলা ছড়াতে চাইছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম মাতৃভূমি রক্ষার। সেই প্রতিজ্ঞায় অটল থেকে যেকোনো আগ্রাসন আমরা মোকাবিলা করব।’ সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সব শাখাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো এক জাতীয় ভাষণে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখতে বলেছেন।

যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী’ ও ‘আগ্রাসী শত্রু’ আখ্যা দিয়ে কাবেলো বলেন, ‘হতাশ হয়ে শত্রুর কাজ সহজ করে দেবেন না।’ রাজনৈতিক ও সামরিক উচ্চকমান্ড পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি জনগণকে আশ্বস্ত করেন।

Ad 300x250

সম্পর্কিত